ভুল করেও শনিবার এই তিনটে জিনিস কিনবেন না।তাহলে বিপদ ঘনিয়ে আসবে।শনিবার বড়ঠাকুরের বার।বড়ঠাকুরের বিশেষ পুজো হয়।অনেকেই এই বারে নিরামিষ আহার করেন।এছাড়া বার মেনে কেনাকাটাও করেন অনেকেই।কিন্তু শনিবার ভুল করেও কিনবেন না এই তিনটে জিনিস।তাহলে শনিদেবের কু নজরে পড়তে হবে।ভয়ানক বিপদ নেমে আসবে আপনার পরিবারে।তাই শনিবার কেনাকাটার দিকে বিশেষ নজর দিতে হবে।শনিবার কি কি কিনলে শনিদেব ক্ষুব্ধ হন আসুন জেনে নেওয়া যাক।
নুন: শনিবার নুন কেনা উচিত না।জানা যায় শনিবার নুন কিনলে ঘোর বিপদ নেমে আসতে পারে।শনিবার নুন কিনলে ঋণের বোঝা বাড়তে পারে।পাশাপাশি আর্থিক অনটন দেখা দিতে পারে।তাই ভুল করেও শনিবার নুন কিনবেন না।সপ্তাহের অন্য দিনগুলিতে নুন কিনতে পারেন।তাতে কোনো অসুবিধা নেই।
লোহা: শনিবার কোনো লোহার জিনিস কিনবেন না।শনিবার লোহার জিনিস কিনলে শনিদেবের কু নজরে আসতে পারেন।তাই কোনো রকম লোহার জিনিস ই কেনা চলবে না এইদিন।বরং শনিবার লোহা দান করতে পারেন।শনিবার লোহা দান করলে বড়ো ঠাকুরের আশীর্বাদ পাবেন।লোহার জিনিস দান করলে ব্যবসা ও চাকরিতে লাভবান হতে পারবেন।তাই শনিবার লোহার কেনার বদলে লোহা দান করুন।
চামড়া : শনিবার চামড়ার জিনিস কেনা উচিত নয়।তাহলে বড়ো ঠাকুরের রোশে পড়তে পারেন।শনিদেব রুষ্ট হলে কর্মে বাধা আসতে পারেন।তাই শনিবার যেকোনো চামড়ার বস্তু কেনা থেকে পিছিয়ে আসুন।
এছাড়া কালো রঙের কোনো বস্ত এইদিন কেনা যাবে না।কালো জামা,কালো জুতো,কালো কোনো আসবাব কিছুই কেনা চলবে না।তাহলে বড়ঠাকুর এর কু নজরে পড়তে পারেন।
কিন্তু শনিবার বেগুন পুড়িয়ে খেতে পারেন।কিন্তু শনিবার বেগুন কিনবেন না।শনিবার বাদ দিয়ে অন্য দিন বেগুন কিনে রাখুন।শনিবার সেটা পুড়িয়ে খান।তাহলে গ্রহদশা কাটে।
Discussion about this post