ভারতের জনপ্রিয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নিয়ে এল এক অভূতপূর্ব রিচার্জ প্ল্যান। জিও ব্যবহারকারীরা অনেকেই জানেন না যে কোম্পানি তাঁদের জন্য কিছু সস্তার প্ল্যানও রেখেছে। তবে বেশি প্রচার না থাকায় এই প্ল্যানগুলি সম্পর্কে খুব একটা অবহিত নন গ্রাহকরা। আজ আমরা এরকম এক সস্তা প্ল্যান সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এই প্ল্যানে রিচার্জ করার পরে, আপনি পুরো ৮৪ দিনের জন্য Jio পরিষেবা উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, আপনার যদি 5G হ্যান্ডেসেট থাকে তবে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলিং ও ডেটা।
জিও নিয়ে এসেছে নতুন ভ্যালু প্যাক, যা ৩৯৫ টাকায় উপলব্ধ। এই ভ্যালু প্যাক রিচার্জ করলে আপনি আগামী ৮৪ দিনের জন্য ছুটি পাবেন রিচার্জ করার ক্ষেত্রে। এতে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি দেওয়া হচ্ছে ৬ জিবি মোবাইল ডেটা। কিন্তু জিও-র নিয়ম অনুযায়ী যদি আপনার 5G হ্যান্ডেসেট থাকে তবে এই প্ল্যানের মাধ্যমে পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা। ৬ জিবি হাইস্পিড ডেটা শেষ হয়ে গেলে বাকি সময়ে আপনার মোবাইলে চালু থাকবে 4G ডেটা। এছাড়া এর সাথে, মোট 1000টি এসএমএস যেমন পাওয়া যায়। তেমনই Jio-এর ৩৯৫ টাকার প্ল্যানের ব্যবহারকারীরা Jio-এর OTT অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। যার মধ্যে Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud অন্তর্ভুক্ত রয়েছে।
Jio 395 ভ্যালু প্যাক অনলাইনে রিচার্জ করা যাবে। এছাড়াও, এই প্ল্যানটি MyJio অ্যাপে উপলব্ধ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, MyJio অ্যাপে রিচার্জের জন্য Jio-এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্ল্যানগুলি ভ্যালু প্যাক বিভাগে উপলব্ধ রয়েছে। অন্যান্য টেলিকম সংস্থাগুলি, যেমন Airtel, VI, BSNL এত কম বাজেটে এমন কোনও প্ল্যান নেই। যা Jio-এর এই ভ্যালু প্ল্যানের সাথে প্রতিযোগিতা করতে পারে। ফলে জিও ব্যবহারকারীরা মাত্র ৩৯৫ টাকা রিচার্জ করলে প্রায় তিনমাস ধরে আনলিমিটেড সুবিধা ভোগ করবেন।
Discussion about this post