জিও গ্রাহকদের জন্য অবশেষে স্বস্তির বার্তা। দীপাবলির আগে জিও গ্রাহকদের জন্য বড় খবর। একধাক্কায় কমে গেলো জিওর রিচার্জ প্ল্যান । কত টাকায় মিলবে প্ল্যান?
বরাবরই সবচেয়ে কম দামের রিচার্জ প্ল্যানের কারণে গ্রাহকদের মন ছুঁয়ে এসেছে বিশ্বের বৃহত্তম টেলিকম সংস্থা জিও। রিচার্জ করানোর সময় গ্রাহকদের মনে একটাই নাম আসে আর তা হল জিও।
আরেকটা নামও গ্রাহকদের মনের মধ্যে ঘুরপাক খায় আর সেটা হল বিএসএনএল। বিএসএনএলও গ্রাহকদের তাদের রিচার্জ প্ল্যানের মাধ্যমে তাক লাগাতে ব্যর্থ হয় না। কম দামে নিত্যনতুন রিচার্জ প্ল্যান এনে তারা গ্রাহকদের কাছে হাজির করে।
তবে, দীপাবলির আগে লড়াই এবার হাড্ডিহাড্ডি। মুকেশ আম্বানির সংস্থা জিও এবার তাক লাগিয়ে দিলো গ্রাহকদের। বিএসএনএলকে পিছনে ফেলে গ্রাহকদের মনে এবার পাকাপাকি ভাবে জায়গা করে নিতে চলেছে জিও।
সম্প্রতি দেশের বৃহত্তম টেলিকম সংস্থা সূত্রে জানা যাচ্ছে, দীপাবলির আগেই গ্রাহকদের জন্য মাত্র ১০১ টাকায় রিচার্জ প্ল্যান এনে চমক দিতে চলেছে জিও।
বাজারে আসতে চলছে ১০১ টাকায় জিওর নয়া রিচার্জ প্ল্যান। গ্রাহকদের জন্য কি কি সুবিধা থাকছে তার মধ্যে?
সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এটি কোম্পানির ট্রু আনলিমিটেড আপগ্রেড প্ল্যান যা বেস প্ল্যান এর সঙ্গে ব্যবহারযোগ্য। জিওর নতুন এই প্ল্যান এ থাকবে 5G ডেটার সুবিধা। থাকবে 4G ও 6GBডেটা ব্যবহারেরও সুবিধা।
জিওর ১০১ টাকার নয়া এই রিচার্জ প্ল্যানে 1GB ডেটা এবং 1.5GB ডেটা প্ল্যানর সঙ্গে ব্যবহারযোগ্য বলেই মনে করা হচ্ছে।
এখন দেখার বিষয়, গ্রাহকদের মনে ঠিক কতখানি জায়গা পূরণ করতে পারে জিও।
Discussion about this post