ভোটের মাঝে বিজেপিতে বড় চমক। পদ্ম শিবিরে যোগ দিলেন বলিউডের বাঙালি অভিনেত্রী। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া ঝান্ডা হাতে তুলে নেন অভিনেত্রী। তিনি আর কেউ নন তিনি অনুপমা খ্যাত অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে দু দফা ভোট সমাপ্ত হয়েছে। আগামী ৭মে তৃতীয় দফার ভোট। লোকসভা ভোটের মাঝে বিজেপির বড় চমক। বাঙালি অভিনেত্রীকে দলে স্বাগত জানান বিনোদ তাউড়ে ও অনিল বালুনি। বিজেপিতে আনুষ্ঠানিক যোগদানের পর রূপালী বলেন, “যখন আমি উন্নয়নের এই মহাযজ্ঞ দেখি, তখন আমার মনে হয় আমিও যেন এই যজ্ঞের অংশ হই। আমার আপনাদের আশীর্বাদ ও সমর্থন চাই যাতে আমি যাই করি না কেন, তা যেন সঠিক হয়।” বাঙালি অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়, হিন্দি টেলিভিশনে জনপ্রিয় মুখ। তার মুকুটে রয়েছে দুটি টেলি পুরস্কার এবং একটি টেলিভিশন একাডেমি পুরস্কার। প্রসঙ্গত, গত মার্চ মাসেই একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন রুপালি। তখন থেকেই জল্পনা ছিল, রুপালির বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই মুহূর্তকে জীবনের সবথেকে সেরা ও স্মরণীয় দিন বলেই উল্লেখ করেছিলেন ইন্সটাগ্রামে। তিনি লিখেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।” লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁকে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রার্থী করা হয়েছে।
সত্যজিৎ রায়ের একটি গল্প ছিল, “যত কাণ্ড কাটমান্ডুতে”। বর্তমান সময়ের নীরিখে সেই গল্পের নামকরণকে একটু পাল্টে বলাই যায় যত কাণ্ড...
Read more
Discussion about this post