সোমবার সপ্তাহের শুরুতে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে প্রচারের গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। বোলপুরের প্রার্থী অসিত মালের হয়ে প্রচার গিয়ে অভিষেকের দাবি পূর্ব বর্ধমান ও বীরভূম, পার্শ্ববর্তী এই দুই জেলার লড়াই আদতে তৃণমূলের সঙ্গে বিজেপির নয়। তৃণমূল বনাম তৃণমূলের। বোলপুর লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩ টি পড়ছে পূর্ব বর্ধমানে। বাকি ৪ টে বীরভূমে। জয়ের বিষয়ে নিশ্চিত অভিষেকের দাবি গতবারের তুলনায় আসন্ন ভোটে বোলপুরে জয়ের ব্যবধান দ্বিগুণ করতে হবে। রাজ্যের শাসকদলের দাবি লক্ষ্ণী ভাণ্ডার বন্ধ করে দিতে চায় বিজেপি। ক্ষমতায় এলে সেটাই তারা করবে। এদিন জোরালো ভাবে একই দাবি করলেন অভিষেক। ফোনের রেকর্ড চালু করে শোনালেন বিজেপি নেত্রীর দাবি।
তৃণমূল একটি আঞ্চলিক দল। রাজ্যে লোকসভা ভোটে তাঁদের জয় নিশ্চিত হলে কেন্দ্রে তাঁর কোন প্রভাব পড়বে না। প্রায়শই বিজেপি নেতৃত্ব এমন দাবি করে থাকে। এদিন জনসভার মঞ্চ থেকে অভিষেকের দাবি বাংলায় তৃণমূল সরকার ভালো ফল করলে কেন্দ্রে পরিবর্তনের সরকার গড়া শুধু সময়ের অপেক্ষা।
আবাস যোজনা, সড়ক যোজনা, ১০০ দিনের কাজ সহ কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন অভিষেক। সম্প্রতি সন্দেশখালি নিয়ে ভাইরাল ভিডিও প্রসঙ্গে একহাত নিতে দেখা গেল তাঁকে। রাজ্য বিজেপিকে কোনঠাসা করতে চেষ্টার কোন খামতিই রাখছে না তৃণমূল।
Discussion about this post