নিজস্ব প্রতিনিধি: ভোট বড় বালাই, একদা শিবলিঙ্গে কন্ডোম পরানোর কার্টুন সামাজিক মাধ্যমে পোস্ট করে চর্চার শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই সায়নী এখন তৃণমূলের সৈনিক তথা ২৪ এর লোকসভা ভোটে যাদবপুরের প্রার্থী। ভোট আদায়ের জন্য এবং মানুষের মন জয় করার জন্য তাঁকে পাঠ করতে হলো হনুমান চল্লিশার মন্ত্র।
প্রসঙ্গত ২০১৫ সালে অভিনেত্রী সায়নী ঘোষ টুইটার হ্যান্ডল থেকে একটি গ্রাফিক শেয়ার করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল একটি শিবলিঙ্গে কন্ডোম পরাচ্ছেন এক মহিলা। অভিনেত্রী সেই ছবি শেয়ার করার পর আলোড়ন পড়ে গিয়েছিল। দেবাদিদেব শিবকে অপমান করে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে সরব হয়েছিল বিজেপি।
গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকে প্রচারে ঝাঁপিয়েছেন সায়নী। কখনও রোড শো, কখনও জনসভা করে মানুষের কাছে ভোট চাইছেন তিনি। এবার হিন্দু ভাবাবেগ জয় করার জন্য পাঠ করলেন হনুমান চল্লিশা। সোনারপুর উত্তরে প্রচারে গিয়ে এক মন্দিরে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে হনুমান চল্লিশার মন্ত্র পাঠ করেন সায়নী ঘোষ। “পবনপুত্র হনুমান কী? জয়!” বলে জনতাকে সঙ্গে নিয়ে স্লোগানও দেন সায়নী।
উল্লেখ্য, যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নীর বিরুদ্ধে সিপিআইএমের হয়ে লড়ছেন সৃজন ভট্টাচার্য। গেরুয়া শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সায়নী ঘোষ শিব মন্দিরে পুজোও দিয়েছিলেন। যা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সায়নী ভোটের আগে যতই হিন্দু ভাবাবেগ নিয়ে রাজনীতি করার চেষ্টা করুন। মানুষ জানে কারা প্রকৃত হিন্দু প্রেমিক। যদিও যাদবপুরে শেষ হাসি কে হাসবে, তা জানা যাবে আগামী ৪ জুন।
কি আশ্চর্য সমাপতন! সেই ২০০০ সালে রাজ্যে তখন ভরা বাম শাসন। রাজ্যের প্রধান বিরোধী নেত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়...
Read more
Discussion about this post