কিছুদিন আগে টলিপাড়ায় একের পর এক ফুটছিল বিয়ের ফুল। কেউ বসেছিল প্রথমবার বিয়ের পিঁড়িতে তো আবার কেউ বসেছিল দ্বিতীয় কিংবা তৃতীয়বার। তবে রুপোলি দুনিয়ার মানুষরা নাকি সাংসারিক গাঁট ছড়া টিকিয়ে রাখতে পারে না। অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এমনই ধারণা দর্শকমহলের একাংশের। এরইমাঝে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় চর্চার একেবারে হিট টপিক ছিল কাঞ্চন- শ্রীময়ীর বিয়ে। পিঙ্কির সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক মাসের মধ্যই অর্থাৎ গত ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখে প্রাক্তন প্রেমিকা শ্রীময়ী চট্টরাজের সঙ্গে খাতায় কলমে সই সাবুদ করে আইনি বিয়ে সেরেছিলেন বিধায়ক অভিনেতা। তারপর ২ রা মার্চ পাকাপাকিভাবে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। এবার কাঞ্চনের দেখানো পথেই হাঁটলেন অভিনেতা সম্রাট চট্টোপাধ্যায়। অবাক হলেন তো ? হ্যাঁ, বর্তমানে স্ত্রী ময়না সহ জমজ দুই সন্তানকে ফেলে আরও একবার সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা। পরণে ডিপ ঘিয়ে রঙের তসরের পাঞ্জাবী, গলায় মালা, পাশে দাঁড়িয়ে গা ভর্তি গয়না, লাল টুকুটুকে বেনারসী সিঁথি ভরা সিঁদুর কনের। কথাকে এক হাত দিয়ে বুকে জড়িয়ে রেখেছেন সম্রাট। সেই ছবিই নিজের স্যোশাল সাইডে পোস্ট করেছেন খোদ অভিনেতা। ক্যাপশানে লিখেছেন, ‘দুঃখিত ময়না, বিয়েটা করেই ফেললাম।’ অভিনেতার এই পোস্ট দেখে চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। ভেবেছিলেন, এবার কি অভিনেতা কাঞ্চনের দেখানো পথেই কি এবার হাঁটলেন সম্রাট।
তবে অভিনেতা সম্রাট বিয়ে করেছেন ঠিকই, কিন্তু সেটা রিয়েল লাইফে নয়, পুরোটাই রিল লাইফে। নিজের বর বেশে ছবি পোস্টের পরেই অভিনেতা ক্যাপশনে লিখেছেন, এই সবটাই হয়েছে সান বাংলার জনপ্রিয় সিরিয়াল আকাশ কুসুমের সৌজন্যে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই সিরিয়ালেই সম্প্রতি কথা চক্রবর্তীকে বিয়ে করেছেন তিনি। ধারাবাহিকের শ্যুটিং এর মাঝেই নব দম্পতি নিজেদের এই ছবি তুলেছেন। অভিনেতা সম্রাটের এই রসিকতা দেখে যথেষ্টই যে মজা পেয়েছেন ফ্যান ফলোয়ার্সরা, তা আর বলার আপেক্ষাই রাখে না।
Discussion about this post