নির্বাচনী প্রচারের হাতিয়ার লক্ষ্ণী ভাণ্ডার। লক্ষ্ণীর ভাঁড় হাতে মিছিলে হাঁটতে দেখা গেল মহিলাদের। মিছিলে পা মেলালেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। প্রার্থীর সমর্থনে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
জেলার মহিলা ভোট কে নিজেদের দখলে রাখতে লক্ষ্মীভান্ডার প্রকল্পকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে নামলো পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন বর্ধমান-দূর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি ঝাঁ আজাদের সমর্থনে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। র্যালিতে একজন মা-লক্ষ্মীর মডেল, ও তার হাতে লক্ষ্মীর ভান্ডারের ভাঁড় নিয়ে হাঁটতে দেখা যায়। র্যালি টি বর্ধমান শহরের বড়নীলপুর থেকে শুরু হয়ে কার্জনগেট চত্বরে শেষ হয়। এই র্যালিতে পা মেলান প্রার্থী কীর্তি ঝাঁ আজাদ, বিধায়ক শম্পা ধারা, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত সহ শ’তিনেক মহিলা তৃণমূল কর্মী,সমর্থক। এদিন মহিলা তৃণমূলের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের বহু মহিলা আজ স্বনির্ভর হয়েছে। তাই সকল মহিলাদের কাছে তিনি আবেদন জানান, লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ কে বিপুল ভোটে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন।
Discussion about this post