মেদিনীপুর কোতয়ালি থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ১৬ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের হয়। কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, হুমকি, জোরপূর্বক আটকে রাখা, হেনস্থা করা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। চলতি মাসের ১৭ তারিখ ছিল রামনবমী। দেশ জুড়ে মানুষ মেতে উঠে ছিলেন রামনবমী উপলক্ষ্যে রাম নামে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এই প্রথম দেশে রাম নবমী উদযাপন। স্বাভাবিকভাবে রামনবমী পালনে ঘনঘটা ও উৎসাহ ছিল অনেকটাই বেশি। ধর্মীয় মেরুকরনের রাজনীতিতে বিশ্বাসী বিজেপি। ধর্মের নামে ভেদাভেদ রেখে ভোট ব্যাঙ্ক ভরাতে চায় । এমন মন্তব্য বিরোধীদলগুলি প্রায়শই করে থাকে। সম্প্রতি কোচবিহারে জনসভায় অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সংখ্যালঘুদের সাবধান করতে গিয়েই একটি বেফাঁস মন্তব্য করে বসেন । রাম নবমী শব্দটি উল্লেখ না করে উৎসবের দিনটিকে দাঙ্গার করার দিন হিসেবে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রামের সঙ্গে দাঙ্গার সম্পর্ক জুড়তেই তেতে ওঠে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে অগ্নিমিত্রা পৌঁছে যান মেদিনীপুরের কোতোয়ালি থানায়। দাবি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নিতে হবে। আইসির অনুপস্থিতিতে ডিউটি অফিসার নিতে চাননি অভিযোগ। থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে চোখ রাঙিয়ে হুমকি দিতে থাকেন অগ্নিমিত্রা। এরপর থানার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি। ঘটনাস্থলে পৌঁছান সংশ্লিষ্ট থানার আইসি , পাল্টা আইসিও অগ্নিমিত্রার বিরুদ্ধে ডিউটি অফিসারের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ তোলেন। দুই পক্ষের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল আসন্ন নির্বাচনে দাঁড়িয়েছেন মেদিনীপুর থেকে। নেত্রীর জোরাল দাবি একটা এফআইআর করতেও এই রাজ্যে আন্দোলন করতে হয়। একদিকে দেশ যখন রামনবমী উদযাপনে ব্যস্ত তখন কোতিয়ালি থানার সামনের ছবিটা ছিল একেবারেই অন্যরকম। বুধবার দিনই জানা গিয়েছিল সমগ্র ঘটনায় অগ্নিমিত্রার বিরুদ্ধে কমিশনে রিপোর্ট পাঠানো হবে। এরপরই রাম নবমীর ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের দাবিতে মেদিনীপুর কোতয়ালি থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ১৬ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের হয়। কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, হুমকি, জোরপূর্বক আটকে রাখা, হেনস্থা করা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান পারতেন সব ক্ষমতা নিজের হাতে তুলে নিতে। কিন্তু তিনি সেই লোভ...
Read more
Discussion about this post