নির্বাচনী প্রচারে পিছিয়ে থাকতে চাইছে না কোন দলই, এবার বিজেপির দেওয়াল লিখনে উঠে এলো পার্থ,অর্পিতা, মানিক,অনুব্রত, সাজাহানের মত হেব্বি ওয়েট নেতা মন্ত্রীদের ছবি যারা কিনা ED-র হাতে গ্রেফতার হয়েছে। এমনি ছবি লক্ষ করা গেলো পশ্চিম মেদিনীপুর জেলার, চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বালা গ্রাম জুড়ে। কারাগারের মধ্যে রয়েছে পার্থঃ সঙ্গে রয়েছে অর্পিতা, আবার তারি পাশে রয়েছে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল, তারি পাশে রয়েছে মানিক পাশাপাশি ED-র হাতে গ্রেফতার হওয়া আরো হেভি ওয়েট মন্ত্রী ও নেতাকর্মী দের ছবি।
শুধু কাটুন চিত্র একেই ভোট প্রচার নয় দেওয়ালে ফুটে উঠেছে নানান ছড়াও। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেওয়াল লিখন বিষয়ে বিজেপি সম্পাদক সুদীপ কুসারী বলেন ” গোটা তৃণমূল টাই চোর, ওই ব্যঙ্গচিত্রে সবার ছবি আঁকা যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যদিও মাখা হয় আজকের দিনে ভুল নয়” অপরদিকে বিজেপির এই দেওয়াল লিখন কে কটাক্ষ করে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি জগজিৎ সরকার বলেন ” এখন বিজেপি বলে দলটাই নেই পুরনো বিজেপিররা কোথায়, মমতা বন্দ্যোপাধ্যায় কে অপমান করা মানে বাংলার মানুষকে অপমান করা”
Discussion about this post