বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূলের। এবার বিতর্কে জড়ালেন জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল এবং ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। অভিযোগ, খুদে স্কুল পড়ুয়াদের স্কুলের ইউনিফর্ম পড়িয়ে পিঠে ব্যাগ নিয়ে কয়েক কিলোমিটার মিছিলে হাঁটানোর। ফলে এই গরমে নাজেহাল অবস্থা হল স্কুল পড়ুয়াদের। তৃণমূল সূত্রে খবর, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্ণীর ভাণ্ডারের প্রচারের জন্যই স্কুল পড়ুয়াদের আনা হয়েছিল প্রতিমা মণ্ডলের নির্বাচনী প্রচারে। ভাঙড়ের বিধানসভার অন্তর্গত বোদরা থেকে নিমতলা পর্যন্ত তিন কিলোমিটার পথ হাঁটতে হয় ছোট ছোট শিশুদের। জানা যাচ্ছে, এই নির্বাচনী মিছিলের আয়োজক ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। যদিও তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, কোনও পড়ুয়াদের ডাকা হয়নি। কেউ কেউ নিজে থেকেই এসে থাকতে পারে।
খুদে পড়ুয়াদের নির্বাচনী মিছিলে হাঁটানোর ঘটনার তীব্র নিন্দা করেছে বিরোধী শিবিরের নেতারা। স্থানীয় বিজেপি নেতা বিভাস সরদারের দাবি, এই গরমে যখন বড়দের হাঁসফাঁস দশা, তখন ভাঙড়ে খুদে পড়ুয়াদের ডেকে মিছিল করাচ্ছে তৃণমূল। তিনি সরাসরি শওকত মোল্লার দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, জয়নগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের প্রচারে ছোট ছোট স্কুল পড়ুয়াদের মিছিলে হাঁটতে বাধ্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বিজেপির দাবি, এটা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। তাঁরা নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাবেন।
উল্লেখ্য, এর আগেও বিডিও-র নৌকা নিয়ে নির্বাচনী প্রচারের অভিযোগ উঠেছিল শওকত মোল্লার বিরুদ্ধে। এবার প্রচারে স্কুল পড়ুয়াদের নিয়ে এসে ফের নির্বাচনী বিধি ভাঙলেন বলে অভিযোগ। যা নিয়ে দক্ষিণ ২৪ পরগণার রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতর। এই তীব্র গরমের কথা মাথায় রেখে যখন রাজ্য সরকার পড়ুয়াদের বিশ্রাম দিতে স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছে, তখন কিভাবে অমানবিকতার নজির দেখিয়ে এভাবে ছোটদের দিয়ে মিছিলে অংশগ্রহণ করানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
Discussion about this post