বেলা ১১ টা পর্যন্ত উত্তরের তিন কেন্দ্রে ভোট পড়ল ৩২ শতাংশ। ভোটদানের হারে সবার প্রথমে আলিপুরদুয়ার। এখনও পর্যন্ত ভোট প্রাপ্তির হার ৩৫.২০ শতাংশ। এরপরই রয়েছে কোচবিহার ও জলপাইগুড়ি। কোচবিহারে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.৬৩ শতাংশ, জলপাইগুড়িতে ৩১.৯৪ শতাংশ।
ADVERTISEMENT
ভোটের আপডেটঃ

Sorry,You have not added any story yet
Author
-
২০১৬ সালে মাস কমিউনিকেশনে ডিপ্লোমা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। ক্যালকাটা নিউজ , নিউজ 18 বাংলা, দ্য ওয়াল সহ বিভিন্ন প্রথম শ্রেণির মিডিয়া হাউজে ডেস্ক পার্সন হিসেবে কাজের অভিজ্ঞতা। বর্তমানে নিউজ বর্তমান ডিজিটাল মিডিয়ায় ডেস্ক পার্সন হিসেবে কর্মরত।
Discussion about this post