দেশে শুরু হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন বিশ্বের সবচেয়ে ছোট মহিলা। ভোটের লাইনে দাঁড়ালেন। বাড়ির সদস্যের কোলে চেপে ভোট দিলেন সকাল সকাল। শুধু তাই নয়, প্রত্যেকটি দেশবাসীকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্ববানও জানালেন। জানেন বিশ্বের এই ক্ষুদ্রতম মহিলার মূর্তিও রাখা আছে আমাদের দেশের একটি শহরের মিউজিয়ামে?
১৯শে এপ্রিল থেকে গোটা দেশ জুড়ে শুরু হল লোকসভা নির্বাচন। এদিন মোট ২১টি রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া। তারমধ্যে মহারাষ্ট্রের পাঁচ জেলায় প্রথম দফার নির্বাচন। এদিনই নাগপুরে ধরা পড়ল ভোটারদের লম্বা লাইন। তীব্র গরমে নাজেহাল হয়েও ভোট দিচ্ছেন সেখানকার বাসিন্দারা। আর এর মধ্যেই ভোট দিয়ে ফেললেন বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা জ্যোতি আমগে। তাঁর উচ্চতা ৬২.৮ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুট ১ ইঞ্চি। আর ভোট দিয়েই সকলকে ভোট দেওয়ার অনুরোধ জানালেন। তিনি জানিয়েছেন, ভোট দিন সকলে। তারপর নিজেদের অন্যান্য কাজ সারুন। আমিও নিজে ভোট দিলাম পরিবারের সকলের সঙ্গে গিয়ে।
জ্যোতি আমগে ২০১১ সালে ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তোলেন উচ্চতার জন্য। তিনি এখন তারকা। এর পাশাপাশি তিনি একজন তারকা রাঁধুনি এবং উদ্যোগপতিও। ২০১২ সালে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন। এমনকি তিনি মার্কিন ও ইটালীয় টেলিভিশন সিরিজে অভিনয়ও করেছেন। এছাড়াও তাঁর মূর্তি রাখা আছে আমাদের দেশের একটি শহরের মিউজিয়ামে। পুণের লোনাভালার ওয়াক্স মিউজিয়ামে জ্যোতি আমগের মূর্তি রাখা আছে।
Discussion about this post