সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর দাবি, তাঁর শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল। এই অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ ওই মহিলা। লোকসভা ভোটের মুখে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এহেন অভিযোগের পর তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। যদিও রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তবে এটা প্রথমবার নয়, এর আগেও দেশের একাধিক রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল যৌন কেলেঙ্কারির অভিযোগ। সাংবিধানিক বলে রাজ্যপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা সম্ভব নয়। কিন্তু অতীতে এই ধরণের অভিযোগের পর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সংশ্লিষ্ট রাজ্যপালরা।
যে সমস্ত রাজ্যপালের বিরুদ্ধে এর আগে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল তাঁদের মধ্যে অন্যতম এন ডি তেওয়ারি। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল থাকাকালীন ৮৬ বছরের এন ডি তেওয়ারির বিরুদ্ধে তিনজন মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগ উঠেছিল। এরপরই দেশজুড়ে বিতর্ক তৈরি হয় প্রাক্তন কংগ্রেস নেতা তথা একাধিকবারের মুখ্যমন্ত্রী বর্ষীয়ান এন ডি তেওয়ারিকে নিয়ে। অবশেষে ২০০৯ সালের ২৬ ডিসেম্বর তিনি ইস্তফা দিয়ে বিতর্কে জল ঢালার চেষ্টা করেছিলেন।
২০১৭ সালের জানুয়ারি মাসে মেঘালয়ের রাজ্যপাল থাকাকালীন ভি শনমুগণথনের বিরুদ্ধেও উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ। পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতোই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন মেঘালয়ের রাজভবনের এক মহিলা কর্মী। এমনকি রাজভবনে লেডিস ক্লাব চালানোর মতো গুরুতর অভিযোগও উঠেছিল ভি শনমুগণথনের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও ডেপুটেশন দেওয়া তাঁর বিরুদ্ধে। অপশেষে তিনিও পদত্যাগ করেছিলেন।
Discussion about this post