সাত দফার লোকসভা নির্বাচনের দুটি দফা ইতিমধ্যেই সম্পন্ন। বাকি আরও পাঁচ দফা। এরমধ্যেই মনোনয়ন জমা দিতে গিয়ে গ্রেফতার হলেন এক প্রার্থী। যা নিয়ে শনিবার সকাল থেকেই সরগরম বিহারের রাজনীতি। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বিহারের চাতরার বিএসপি প্রার্থী নাগমণি। দফতরের বাইরে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছিলেন তখনই তাঁকে গ্রেফতার করে পুলিশ। আগামী ২০ মে চাতরায় লোকসভা ভোট।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় নাগমণির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছিল। সেই মামলায় সম্প্রতি নাগমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তারপরই বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী নাগমণিকে গ্রেফতার করে পুলিশ। এদিন গ্রেফতারির সময় পুলিশের সঙ্গে অভব্য আচরণও করেন ওই বিএসপি প্রার্থী। অপরদিকে, নাগমণির পাল্টা দাবি, পুলিশ তাঁর সঙ্গে গুণ্ডামি করেছে। তাঁকে কোনও নোটিস না পাঠিয়ে বেআইনিভাবে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় সমাজকল্যান দফতরের মন্ত্রী ছিলেন নাগমণি। ফলে মনোনয়ন পেশের আগেই তাঁর গ্রেফতারি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিহারে। বহুজন সমাজবাদী পার্টির তরফে অভিযোগ, কার্যত জোর করেই নাগমণিকে গ্রেফতার করেছে পুলিশ। যাতে ভোটে সুবিধা পায় নিতীশ কুমার-বিজেপি জোট। এদিন গ্রেফতারির পরই বিএসপি প্রার্থীর মেডিকেল পরীক্ষা করিয়ে আদালতে হাজির করায় পুলিশ। বিচারক তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আরজি কর মামলার বিচার বাংলার বাইরে নিয়ে যাওয়ার দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার একটি রিপোর্ট...
Read more
Discussion about this post