কিছুদিন আগে সলমন খানের বাড়ির সামনে ভোররাতে গুলি চালায় দুই ব্যক্তি। ঘটনায় অভিযুক্ত হন অনুজ থাপান নামে এক ব্যক্তি । পুলিশ কাস্টডিতে থাকা কালীন আত্মহত্যার চেষ্টা করেন তিনি।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে।পুলিশ কাস্টডিতে থাকা কালীন আত্মহত্যার চেষ্টা করে ব্যক্তি।ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। কী কারণে অনুজ থাপান এই চরম সিদ্ধান্ত নিল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি ইতিমধ্য়েই খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
গত ১৪ ই এপ্রিল কাকভোরে সলমন খানের বাড়ির সামনে মুম্বইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়েছিল দুই শুটার। সাথে সাথে তৎপর হয় মুম্বাই পুলিশ। গুজরাটের ভুজ এলাকা থেকে অভিযুক্ত দুই শুটার ভিকি গুপ্তা এবং সাগর পালকে গ্রেফতার করে পুলিশ। গত ২৫ এপ্রিল পুলিশের একটি বিশেষ টিমের সহায়তায় অভিযুক্ত অনুজ থাপানকে গ্রেফতার করা হয়।জানা যায়, পুলিশ কমিশনারের ক্রাইম ব্রাঞ্চে রাখা হয়েছিল ওই ব্যক্তিকে, পুলিশ কাস্টডিতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করে সে।গুরুতর অবস্থায় সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই মৃত্যু হয় তার।
বছর ৩২-র এই অভিযুক্ত যুবক আগ্নেয়আস্ত্র সাপ্লাই করতো, এমনটাই অভিযোগ।গত ১৪ই এপ্রিল কাকভোরে বলি তারকা সলমন খানের বাড়ির বাইরে ভিকি গুপ্তা এবং সাগর পাল নামে যে দুই শুটার গুলি চালিয়েছিল তাদের কে অস্ত্র সাপ্লাই করেছিলেন অজিত থাপন এমনটাই অভিযোগ।
যদিও মৃত্যুর ঘটনায় মুম্বাই পুলিশের উপরেই দায় চাপিয়েছেন মৃতের পরিবার। তাদের দাবি, অভিযুক্ত অনুজ থাপান আত্মহত্যা করেনি।তাকে খুন করেছে পুলিশ।যদিও অনুজ থাপান সহ দুই শুটার ছাড়াও এই কেসে আরো বেশ কিছু জনকে গ্রেফতার করেছে পুলিশ। এঁরা সকলেই হলেন দুই অভিযুক্তের আত্মীয়।এই তথ্য নিশ্চিত করেন অভিযুক্ত ভিকি গুপ্তার বাবা সাহেব গুপ্তা। তাঁদের সেই গ্রামের মোট ৬ জনকে নোটিশ পাঠানো হয়েছে এই কেসের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা, এই প্রশ্ন যেমন তৈরি হচ্ছে, তেমনই হাসিনা দেশে ফিরলে কবে কখন কিভাবে দেশে ফিরবেন সেই...
Read more
Discussion about this post