ঝাড়খন্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হলো দুটি প্রভাবশালীন নকশালপন্থি গোষ্ঠী। সি পি আই এম এর লিবারেশন এবং প্রবাদপ্রতিম শ্রমিক নেতা এ কে রায়ের হাতে গড়া মার্কসিস্ট কোঅর্ডিনেশন কমিটি ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই মুহূর্তে ধানবাদ এ দুটি গোষ্ঠীর হাতে একটি করে বিধানসভা আসন রয়েছে। লোকসভা নির্বাচনে কোডারমাতেও সিপিআইএম এল লিবারেশন গোষ্ঠী ভালো লড়াই দিয়েছে।
উল্লেখ্য সিপিআইএমের লিবারেশন এর হিন্দি বলয়ে কিছুটা মজবুত সংগঠন রয়েছে অনেক দিন ধরেই। বিহারে দুটি লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএমের লিবারেশন প্রার্থীরা সংসদে জিতেছেন। বিহারের বারোটি বিধানসভা আসন তাদের দখলে। ঝাড়খণ্ডে গ্রামাঞ্চলে কিছু জায়গায় লিবারেশন এর কাজ অনেক পুরনো। এ কে রাই সিপিআইএম থেকে বেরিয়ে এসে সত্তরের দশকের শুরুতে মার্কসিস্ট কোঅর্ডিনেশন কমিটি বা এমসিসি তৈরি করেছিলেন। ধানবাদ সংলগ্ন কলিজারী এলাকায় মজবুত সংগঠন তৈরি করেছিলেন একে রায়। প্রবাদপ্রতিম এই শ্রমিক নেতা ধানবাদ থেকে তিনবার সংসদে বিজয়ী হয়েছিলেন।
সংসদে এখন আর আসন না থাকলেও কোলিয়ারি শ্রমিকদের মধ্যে একে রায়ের তৈরি করা সংগঠনের প্রভাব এখনো অনেকটা। অল্প কিছুদিন আগে প্রয়াত হয়েছেন এ কে রায়। তার সংগঠনের অনুগামীরা লিবারেশনের সঙ্গে মিলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াতে খনী শ্রমিকদের মধ্যে লিবারেশনের প্রভাব বাড়বে কোন সন্দেহ নেই। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের সঙ্গে আসন সংযোদ্ধার ব্যাপারে দরকষাকষির ক্ষেত্রেও লিবারেশন কিছুটা সুবিধে জানক জায়গায় চলে গেল এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
Discussion about this post