রাজনৈতিক নেতা-নেত্রীদের কোটি কোটি টাকার সম্পত্তি থাকবে বিষয়টা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। তাই বলে সংখ্যাটা ১৪০০ কোটি? বাড়ি-গাড়ি-টাকা-সোনা সহ মোট ১৪০০ কোটি টাকার সম্পত্তি মালকিন এই বিজেপি প্রার্থী। লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটের লড়ছেন এই বিজেপি প্রার্থী। যার বর্তমান সম্পত্তির পরিমাণ ১৪০০ কোটি টাকা। দক্ষিণ গোয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পল্লবী ডেম্পো নামে ওই বিজেপি নেত্রী। মঙ্গলবার রিটার্নিং অফিসারের কাছে হলফনামা জমা দেন তিনি। সেই হলফনামাতেই ছিল তার সম্পত্তির হিসাব। পল্লবী জানান, তাঁর এবং স্বামী শ্রীনিবাসের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৪০০ কোটি। তার স্বামী গোয়ার অন্যতম বড় শিল্পপতি। ফুটবল থেকে শুরু করে রিয়েল এস্টেট, জাহাজ তৈরি সহ একাধিক ব্যবসা রয়েছে তাঁর। পল্লবীর হলফনামা থেকে জানা গিয়েছে, তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ২৫৫.৪ কোটি এবং শ্রীনিবাসের ৯৯৪.৮ কোটি। অন্যদিকে পল্লবীর স্থাবর সম্পত্তির বাজার মূল্য ২৮.২ কোটি। শ্রীনিবাস ডেম্পোর সম্পত্তির মূল্য ৮৩.২ কোটি। এখানেই শেষ নয়, তাৎপর্যপূর্ণ বিষয় হল গোয়ার পাশাপাশি দেশের নানা প্রান্তে সম্পত্তি রয়েছে তাঁদের। শুধু দেশে নয়। বিদেশেও রয়েছে অগণিত সম্পত্তি। লন্ডনে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে পল্লবী এবং তার স্বামী ডেম্পোর নামে, যার বাজারমূল্য ১০ কোটি। দুবাইয়ের অভিজাত এলাকায় তাঁদের যৌথ মালিকানার ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজারমূল্য আড়াই কোটি। পল্লবীর হলফ নামায় উল্লেখ রয়েছে, সোনার। মোট ৫.৭ কোটি টাকার সোনার মালিক এই বিজেপি নেত্রী। ২০২২-২৩ অর্থবর্ষে পল্লবী ১০ কোটি টাকার আয়কর রিটার্ন জমা দিয়েছে। শ্রীনিবাস ডেম্পোর ক্ষেত্রে সেই সংখ্যাটা ১১ কোটি। উল্লেখ্য, দেশজুড়ে সাত দফায় লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
বাংলায় জনসংখ্যার বিপজ্জনকভাবে রূপান্তর হচ্ছে। দশ বছরে ৪৬টি বিধানসভা এলাকায় ভোটার সংখ্যা ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। এর মধ্যে ৭টি আসনে...
Read more
Discussion about this post