বিজেপির এজেন্ডাই ধর্মীয় মেরুকরণ। ধর্মের নামে ওরা মানুষকে ভাগ করতে চায়। সম্প্রতি কোচবিহারের এক জনসভায় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা ছিল ওটা ওদের দাঙ্গা করার দিন। নাম না নিলেও রাম নবমীকে সামনে রেখে মুখ্যমন্ত্রী যে এই বার্তা দিয়েছেন তা একেবারে স্পষ্ট। এবার সেই তৃণমূলকেই দেখা গেল রামনবমীর দিন রাম নামে গা ভাসাতে। ঢাক বাজালেন দেবাংশু, দেব বললেন রাম কারোর একার নয়। দেবের মুখে শোনা গেল জয় শ্রী রাম স্লোগান।
Discussion about this post