কাজ খারাপ কিংবা প্রসংশনীয়। বিশেষত, ভুল কাজ করে কেউ স্বভাবে তো কেউ আবার অভাবে। ঠিক তেমনই এক উদ্ভট কাজ করা নিয়ে আজ বিতর্কের তুঙ্গে পৌঁছেছে এক ব্যক্তি। অভিযোগ, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গায়ে মুত্র বিসর্জন স্থানীয় এক ব্যক্তির। প্রস্রাব করেছেন, কিন্তু সরাসরি তাঁর গায়ে নয়। প্রস্রাব করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টারে। শুধু তাই নয়, প্রস্রাব করার সেই দৃশ্যের ফেসবুক লাইভও করেছেন তিনি। ভাবা যায় ! ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল, কিন্তু ততক্ষণেও তিনি বুঝতে পারেননি কি কাণ্ডটা না তিনি ঘটিয়েছেন। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের পোস্টারে প্রস্রাব করা অপরাধে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন সমাজবাদী পার্টির সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম বড়ে লাল চৌহান, বারাণসীর চোলাপুর থানা এলাকার বাসিন্দা। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পোস্টারে মুত্রত্যাগ করেই থেমে থাকেননি তিনি। সেই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশের নাম ধরে চরম গালিগালাজও করেছে সে। এমনকি কুরুচিকর মন্তব্য করতে ছাড়েননি অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব ও পরিবারের অন্যান্য সদস্যদেরকেও। এই কাণ্ড ঘটিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ভাবমুর্তিতে কালিমা লিপ্ত করা হয়েছে বলে অভিযোগ দলীয় কর্মী সমর্থকদের। ঘটনার পরই রাতারাতি বড়ে লাল চৌহান পৌঁছে গেলেন বিতর্কের কেন্দ্রে। তবে কেন এমন ঘটনা ঘটালেন ওই ব্যক্তি, তার কারণ যদিও জানা যায়নি। অভিযুক্তের বিরুদ্ধে যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামীদিনে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারী সমাজবাদী পার্টির নেতা নীরজ যাদবের। ।
ভিডিও সৌজন্য ঃ এক্স হ্যান্ডেল
वाराणसी: फेसबुक पर लाइव उत्तरप्रदेश के पूर्व मुख्यमंत्री व समाजवादी पार्टी के मुखिया अखिलेश यादव (के फोटो) पर “बड़ेलाल चौहान” नामक हिंदू युवक ने किया मूत्र विसर्जन, वीडियो हुआ वायरल, “बड़ेलाल चौहान” ने अखिलेश यादव को दिया गाली और जूते से चेहरे पर मारा भी।pic.twitter.com/9zLghOh9eB
— Ali Sohrab (@007AliSohrab) April 14, 2024
Discussion about this post