দমদম স্টেশনের ৫ নং প্লার্টফর্মের আধুনিকরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ফের ব্যাহত হতে চলেছে রেল পরিষেবা। রেলের তরফে আগাম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৮ ই এপ্রিল থেকে ৭ ই মে, টানা ২০ দিন কাজ চলবে। সেই কারণে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। এমনকি অনেক ট্রেনের রুট পরবর্তন এবং অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়েছে, বলে জানিয়েছে রেল।
এক ঝলকে জেনে নেব, দমদম স্টেশনের ৫ নং প্লার্টফর্মে কাজের জন্য কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।
বাতিল করা হয়েছে
Small Pause for Big Cause pic.twitter.com/k8pvGVyaOZ
— Eastern Railway (@EasternRailway) April 15, 2024
মাঝেরহাট –বারাসাত, বারাসাত- হাসনাবাদ, হাসনাবাদ- বি.বা.দী বাগ, বি.বা.দী বাগ – কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট – মধ্যমগ্রাম (আপ ও ডাউন), মাঝেরহাট – হাসনাবাদ, হাসনাবাদ- দমদম, দমদম-ব্যারাকপুর (আপ-ডাউন), দমদম-গোবরডাঙা, গোবরডাঙা – শিয়ালদহ, মাঝেরহাট- হাবড়া (আপ-ডাউন), মাঝেরহাট – দত্তপুকুর (আপ-ডাউন), শিয়ালদহ- বারাসত, শিয়ালদহ-ব্যারাকপুর (আপ-ডাউন), ব্যারাকপুর- বি.বা.দী বাগ (আপ-ডাউন), বারাসাত- মাঝেরহাট।
এছাড়াও দেখে নেব কাজের জন্য কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
বনগাঁ- মাঝেরহাট রুটের ট্রেন চলবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত।
বনগাঁ – মাঝেরহাট ও হাসনাবাদ – মাঝেরহাট রুটের ট্রেন চলবে বারাসত জংশন পর্যন্ত।
অন্যদিকে, গেদে- মাঝেরহাট চলবে রাণাঘাট জংশন পর্যন্ত
একইসঙ্গে দেখে নেব কোন কোন ট্রেনগুলি রুট সংক্ষিপ্ত করা হয়েছে ও ঘুরপথে করে দেওয়া হয়েছে
মাঝেরহাট –হাবড়া লোকাল ছাড়বে বারাসত থেকে।
দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে মাঝেরহাট- হাবড়া লোকাল।
বালিগঞ্জ থেকে পাওয়া যাবে মাঝেরহাট- দত্তপুকুর লোকাল
একটানা ২০ দিন ট্রেনের জন্য চরম সমস্যায় পড়তে হবে নিত্য যাত্রীদের। তাই আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে এ কথা ঘোষণা করেছে রেল। পাশাপাশি পূর্ব রেলের তরফে যাত্রী দুর্ভোগের জন্য ক্ষমাও চাওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।
Discussion about this post