হাইকোর্টে স্বস্তি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর৷ গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয় বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে। সৌমিত্রের বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগও ছিল। সেই মামলাতেই তদন্ত করে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এরপরেই সৌমিত্রকে তলব করেছিল আদালত। অভিযোগ, একাধিক বার তলব করা হলেও হাজিরা দেননি তিনি। বার বার হাজিরা এড়িয়েছেন। আর তা নিয়েই বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এমপি, এমএলএ আদালত।
৯ জুলাই সৌমিত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতারের নির্দেশও দেয় এমপি, এমএলএ আদালত। এবার এই নির্দেশ খারিজের আবেদন জানান হাইকোর্টে। শুক্রবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানীর অভিযোগের মামলা খারিজ করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ।
Discussion about this post