পৃথিবী এখন গভীরতর অসুখে ভুগছে। আমাদের কিছুটা দূরে যেখানে রাশিয়া এবং ইউক্রেন দীর্ঘদিন ধরে যুদ্ধে রত, সেখানে ঘরের কাছেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজেছে। আরেকটু দূরে আবার ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে চলছে ভয়ানক যুদ্ধ। এ তো গেল দূরের গল্প। আমাদের বাড়িতেই তো এখন অশান্তি। সরকারি হাসপাতালের ভিতরেই এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সমাজে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যা নিয়ে তোলপাড় অবস্থা আমাদের রাজ্য, দেশ ও পৃথিবী। বুধবার, ২ অক্টোবর মহালয়াতে দেবী পক্ষের সূচনা হয়ে গেল। কিন্তু অস্থির ভাবটা কাটছে না। এখানেই প্রশ্ন উঠছে, এবার দেবীর আগমন এবং গমন কোন বাহনে? তার পরিনামই বা কি হতে চলেছে?
মা দূর্গা এবং তাঁর পুত্র কন্যাদের প্রত্যেকেরই আলাদা আলাদা বাহন রয়েছে। কিন্তু প্রতি বছরই পঞ্জিকায় দেখা যায় তিনি কোনও একটি বিশেষ বাহনে চেপে মর্ত্যে আসছেন, এবং অন্য এক বাহনে চেপে কৈলাশ ফিরছেন। আবার কখনও কখনও দেখা যায় দেবীর আগমন এবং গমনের বাহন একই। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দূর্গার আগমন এবং গমনের বাহন স্থির হয় সপ্তমী এবং দশমী কোন বারে পড়েছে তার ওপর।
শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার পড়লে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার পড়লে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একই ভাবে, দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাশে ফিরবেন।
২০২৪ সালের দুর্গাপুজোর সপ্তমী পড়েছে ১০ অক্টোবর, বৃহস্পতিবার। ফলে মায়ের এবার দোলায় আগমন। আর দশমী পড়েছে ১২ অক্টোবর, শনিবার। ফলে মা দুগ্গা কৈলাশ ফিরবেন ঘোটক বা ঘোড়ায় চড়ে। শাস্ত্র বলছে “দোলায়াং মকরং ভবেৎ”, অর্থাৎ মা দুর্গা যদি দোলা বা পালকিতে আসেন তবে মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ এবং অতিমৃত্যুর যোগ তৈরি হবে। আবার হিন্দু শাস্ত্র বলছে, দেবী যদি ঘোড়ায় চড়ে বিদায় নেন বা আসেন তবে তার ফল হবে “ছত্র ভঙ্গ স্তুরঙ্গমে”। এর অর্থ হল সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ। সবমিলিয়ে চলতি বছর মা দুর্গার আগমন ও গমনের বাহন অশুভ বার্তাই বহন করছে। যার পরিমান গোটা পৃথিবীতেই প্রকট। চারিদিকে অস্থিরতা, নিরাপত্তার অভাব। আবার বিশ্বের বিভিন্ন প্রান্তে পুরোদস্তুর যুদ্ধ চলছে। এ ক্ষেত্রে বলে রাথি, দেবী দুর্গার আগমন ও গমন যদি নৌকায় হয় তাহলে “শস্য বুদ্ধিস্তথাজলম”। অর্থাৎ, এই পৃথিবী হয়ে উঠবে শস্য শ্যমলা। কিন্তু এবার তা হওয়ার সম্ভাবনা নেই।
Discussion about this post