এখন থেকে আপনাকে আর গ্যাস শেষ হয়ে গেলে চিন্তায় পড়তে হবে না। কারণ, বাংলায় চালু হয়ে গেল বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ। পাইপ লাইনের মাধ্যমে এবার খবু কম খরচে মিলবে পাইপবাহিত রান্নার গ্যাস। আপনার বাড়িতে ইলেকট্রিকের মতই মিটার রান্নার গ্যাসের এই পাইপ লাইনের সঙ্গে বসবে। এমনকি পাইপ বাহিত এই গ্যাস পেতে লাগবে না কোনও সিলিন্ডার। শধু ইলেকট্রিক বিলের মতোই প্রতি মাসে দিতে হবে গ্যাসের বিল। কারণ, আপনি সারাদিন ঠিক যতটুকু গ্যাস খরচ করবেন সেই অনুযায়ী মাসিক বিল দিতে হবে আপনকে। এখন প্রশ্ন, কবে থেকে আপনি আপনার এলাকায় পাবেন পাইপ বাহিত রান্নার গ্যাসের এই পরিষেবা ? এই গ্যাস পেতে কত টাকা খরচ করতে হবে আপনাকে। সব তথ্যই জানাবো এই প্রতিবেদনে।।
বাংলাদেশ ও অন্যান্য দেশের মতো এই পাইপ লাইনের মাধ্যমে গ্যাস নিলে রয়েছে বেশ কিছু সুবিধা। বর্তমানে দেশের পাশাপাশি রাজ্যের অনেক বাড়িতে পৌঁছে গেছে রান্নার গ্যাসের এই বিশেষ কানেকশন। তবে এখনও অনেক জায়গায় রয়েছে বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সরবরাহের মত পুরনো ব্যবস্থা। এইভাবে গ্যাস সরবরাহের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয় উপভোক্তাদের। এবার আর আপনাকে পড়তে হবে না কোনও সমস্যা। সেই সব সমস্যার হাত থেকে মুক্তি পেতে গৃহস্থের ঘরে বসছে পাইপলাইন গ্যাস পরিষেবা।
সম্প্রতি, ইন্ডিয়ান ওয়েল ও আদানি গোষ্ঠীর হাত ধরে আসা চুক্তিতে এই প্রথম পাইপ লাইন পরিষেবা চালু হয় পশ্চিম বর্ধমানের দূর্গাপুরে। রাজ্যের মধ্যে এই প্রথম পাইপ লাইন গ্যাসের সুবিধা পেলেন দুর্গাপুরের স্থানীয় উপভোক্তা সুশান্ত কুমার রায়। সুশান্তবাবু দূর্গাপুরের সেল কো-অপারেটিভ এলাকার বাসিন্দা। অত্যাধুনিক এই গ্যাস পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি সুশান্তবাবু। এ বিষয় তিনি জানিয়েছেন, বাড়িতে পাইপ লাইনের কানেকশন করতে খবুই কম খরচ হয়েছে। রেজিট্রেশন করার ২ থেকে ৩ দিনের মধ্যেই এই পরিষেবা পেয়ে যায় তিনি। এমনকি, ইনস্টলেশনের জন্য দিতে হয়নি একটা টাকাও। শুধু গ্যাস কানেকশনের জন্য খরচ করতে হয়েছে সামান্য কিছু টাকা। আগামীদিনে এই পরিষেবা চালু হলে মধ্যবিত্তদের অনেক সুবিধা হবে বলে মনে করছেন সুশান্তবাবু।
ব্যুরো রিপোর্ট…
এক এপিকে দুই রাজ্যের ভোটার নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়. এবার সামনে এলো এক সাথে দুই দেশের নাগরিক! মুর্শিদাবাদের বুলবুল আহমেদ...
Read more
Discussion about this post