ক্রিকেট মাঠে দর্শকদের সঙ্গে অনেক ঘটনা ঘটে। যা দেখে মাঠে থাকা অন্য দর্শকরা অনেক মজা পেয়ে থাকেন তা সে মজার ঘটনা হোক বা না হোক। তবে বেশীর ভাগ ঘটনাই লীগের খেলাগুলিতে ঘটে থাকে। এবারের আইপিএলেও অনেক ঘটনা ঘটেছে যার মধ্যে আইপিএলে বলের আঘাত পেয়ে দর্শকদের আহত হওয়ার ঘটনা নতুন নয়। এ বার চেন্নাই এর ম্যাচ শুরুর আগেই আহত হলেন এক দর্শক। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার ড্যারিল মিচেলের শটে আহত হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙে তাঁর আইফোনও। ঘটনাটি ঘটে ধর্মশালা স্টেডিয়ামে। চেন্নাই বনাম পঞ্জাব ম্যাচের আগে অনুশীলনে ব্যাট করছিলেন ড্যারিন মিচেল। তিনি পুল মারার অনুশীলন করছিলেন । বাউন্ডারির কাছাকাছি ছিলেন মিচেল। হঠাৎ তাঁর একটি শট গিয়ে লাগে এক দর্শকের হাতে। সঙ্গে সঙ্গে নিজের হাত ধরে বসে পড়েন ওই যুবক। বোঝা যায়, হাতে ভালই লেগেছে তাঁর। পরে দেখা যায়, যুবকের হাতে থাকা আইফোনটিও ভেঙে গিয়েছে।
তাঁর মারা শটে এক যুবক আহত হয়েছেন দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান মিচেল। তিনি খোঁজ নেন যুবকের আঘাত গুরুতর কি না। পরে সেই যুবককে নিজের এক জোড়া গ্লাভস উপহার দেন তিনি। গ্লাভসে সইও করে দেন মিচেল। চেন্নাই ক্রিকেটারের সেই উপহার পেয়ে খুব খুশি হন ঐ যুবক এবং হাসিমুখে ছবি তুলতেও দেখা যায় সেই যুবককে।চলতি আইপিএলে প্লে-অফের দৌড়ে রয়েছে ধোনির চেন্নাই। পাঞ্জাবকে হারানোর পাশাপাশি ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছেন চেন্নাই। পাঞ্জাব ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post