খেলা তো সকলেই ভালোবাসেন, সঙ্গে খেলোয়ারদের জন্য কত কিছুই না করে থাকেন অনুরাগীরা। অনেকে খেলা ও খেলোয়ারদের প্রতি এইটান টান যে খেলা দেখার জন্য সাইকেল চালিয়েও ছুটে গেছেন রাজ্যের নানা প্রান্তে। কেউ আবার নিজের বাড়ি রাঙিয়ে দিয়েচেন পছন্দের খেলোয়ারের মুখের অবয়ব দিয়ে। শুধু তাই নয়, স্টেডিয়ামে খেলা দেখতে আসা অনেক ভক্তই তাদের পছন্দের খেলোয়ারের জার্সির নম্বর অনুকরণে কখনও ফেস প্রিন্ট ও কখনও বডি প্রিন্ট করান।
তবে যে মানুষটা পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাঠ চুকিয়ে ফেলেছেন। বর্তমানে তিনি এখন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। খেলেন শুধু মাত্র বার্ষিক আইপিএল। যাই বলুক না কেন, জনপ্রিয়তায় এতটুকুও ভাঁটা পড়েনি তাঁর। ব্যাট হাতে মাঠে নামলেই এখনও গ্যালারি ভর্তি লোকের মুখে শোনা যায় তার নাম। কার কথা বলছি, এতক্ষণে আশা করি বুঝে গেছেন? তিনি আর কেউ নন, M.S DHONI।
গত সোমবার চেন্নাইয়ের চিপকের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল কেকেআর। টানা তিন ম্যাচ জেতা কেকআর চেন্নাইয়ের কাছে মুখ থুবড়ে গিয়েছিল। সিএসকে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ বের করে নেয়।
তবে আজ আপনাদের এমন এক পাগল খেলোয়ারপ্রেমী পরিবারের কথা বলবো, যা অন্য সব ঘটনাকে হার মানাবে। পছন্দের খেলোয়ার M.S DHONI । সম্প্রতি ধোনীর এক অন্ধভক্তের গল্প সামনে এসেছে, যা ,শুনলে অবাক হবেন আপনিও। এ কোনও গল্প কথা নয়, চেন্নাইবাসী এক ব্যক্তির কর্মকাণ্ড। খেলা দেখার পাশাপাশি পছন্দের খেলোয়ার ধোনিকে সামনে থেকে দেখার জন্য, তিন মেয়ের স্কুলের ফিজ দিতে দেননি। সেই টাকা জমিয়ে খেলা দেখার জন্য ব্লাকে টিকিট কেটেছেন তিনি। যে টিকিটের মোট খরচ হয়েছে ৬৪ হাজার টাকা। সম্প্রতি চেন্নাইয়ের স্থানীয় এক সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছন এই খেলোয়ারপ্রেমী। যদিও, পড়াশোনার ক্ষেত্রে টাকা না দিয়ে বাবার এই কর্মকাণ্ডে ক্ষোভ নয় বরং যথেষ্ট আপ্লুত চেন্নাইবাসী ওই ব্যক্তির তিন মেয়ে।
Discussion about this post