২০২৪ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে কেবলমাত্র তারকা ক্রিকেটারদের নিয়ে আলোচনা করা হচ্ছিল । এই টুর্নামেন্ট শেষ না হতেই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে । ইতিমধ্যেই বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার প্রচারের আলোয় উঠে এসেছেন। অভিজ্ঞতা ঝুড়ি যথেষ্ট কম হলেও ক্রিকেটীয় দক্ষতার হচ্ছে তারা কম যান না। আইপিএল ক্রিকেট হল এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে জাতীয় টেস্ট দলে টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচে সুযোগ পাওয়া যায়। গত বেশ কয়েক বছর ধরে আইপিএলের পারফরমেন্স অনুযায়ী ভারতীয় দলে বহু তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, সুভমান গিল, ঈশান কিষান এর মত বহু ক্রিকেটার উঠে এসেছেন আইপিএল থেকেই। আইপিএল খেলে বিখ্যাত হওয়ার পর এরা ভারতীয় দলের সুযোগ পেয়েছেন । এ বছরও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ইতিমধ্যেই নজর কেড়েছেন যাদের উপর নজর রয়েছে ভারতীয় নির্বাচকদের। প্রথম হলেন মায়াঙ্ক যাদব যাকে দিয়ে এবার সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে । ১৫৫ মিটার গতিবেগে টানা বল করে তিনি নজর করেছেন সবার । যদিও তিনি একটু আঘাত প্রবন ,মাঝে মাঝেই চোট পেয়ে দলের বাইরে চলে যান। তবে তার ওপর নজর রয়েছে ভারতের নির্বাচকদের। প্রায় একার কৃতীত্বে তিনি দলকে দুটি ম্যাচ জিতিয়েছেন । এরপর তিলক বর্মা , মুম্বাইয়ের নামিদামি ব্যাটাররা যখন ব্যর্থ হচ্ছেন তখন তিলক বর্মা যথেষ্ট ভালো খেলছেন। গতকাল রাজস্হানের সাথে হারলেও মুম্বাইয়ের সর্বোচ্চ রান করেন তিলক বর্মা । পাঞ্জাব কিংস ইলেভেনের শশাঙ্ক যাদব গুজরাটের বিপক্ষে ২৯ বলে ৬১ রান করে ম্যাচ জিতিয়েছিলেন। ছত্রিশগড়ের এই ক্রিকেটারের উপর নজর রয়েছে নির্বাচকদের । পাঞ্জাবের আরেক ডানহাতি ব্যাটসম্যান আশুতো শর্মা এ বছর যথেষ্ট ভালো খেলছেন । ক্রমেই পাঞ্জাব দলের ভরসা হয়ে উঠছেন । তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলত অভিজ্ঞরাই সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে । এ ক্ষেত্রে নতুন কোন ক্রিকেটারকে এই মুহূর্তে ভারতীয় বিশ্বকাপ দলে সুবিধা হবে বলে মনে হয় না। তবে আইপিএলে ভালো পারফরমেন্স তাদের পরবর্তীকালে জাতীয় দলে ঢোকার রাস্তা খুলে দেবে বলেই মনে করা হচ্ছে।
: ৯ জন খেলে ড্র ইস্টবেঙ্গলের নৈতিক জয় ।কিন্তু এক পয়েন্টে খুশি নন অস্কার ব্রুজো। সমর্থকদের আবেগের সঙ্গে গা ভাসাতে...
Read more
Discussion about this post