ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনের জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ভারতীয় বোর্ড। ইতিমধ্যেই আবেদন করার জন্য বলা হয়েছে, নির্দিষ্ট যোগ্যতা থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে আবেদন করার কথা বলা হয়েছে। কিন্তু কোন যোগ্যতা না থাকা সত্ত্বেও ভারতীয় সমর্থকরা ঐ পদের জন্য আবেদন করে বিড়ম্বনায় ফেলেছে বোর্ডকে । কোচের পদের জন্য যে আবেদনপত্র চাওয়া হয়েছে তা সেখানে আবেদন করা যাবে’ গুগল ফর্ম ‘এর মাধ্যমে। যে কেউ নিজের মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে পারেন। আর সেখানেই হয়ে দাঁড়িয়েছে সমস্যা। একের পর এক সমর্থক ফর্ম ভরে আবেদন করতে শুরু করে দিয়েছেন ।
যদিও বোর্ডের তরফ থেকে কোন কথাই জানানো হয়নি । তবে সমর্থকরা নিজেরাই এক্স হ্যান্ডেলে প্রচার করতে শুরু করে দিয়েছে যে তারা ভারতীয় কোচের জন্য আবেদন করেছেন বলে। জনি ব্রাভো বলে একজন সমর্থক লিখেছেন, ভারতীয় কোচের জন্য আবেদন করে দিলাম। আশা করি আমার বিশেষজ্ঞ কোচিংয়ে এবং পরামর্শে ভারত ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ জয় লাভ করে আসবে। সোহম নামে একজন লিখেছেন ,ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আর তর সইছেনা । প্রফেসর সাহাব নামে একজন লিখেছেন, দয়া করে আমার আবেদন বিবেচনা করে দেখবেন ।
এদিকে সূত্রের খবর নিউজিল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় স্টিফেন ফ্রেমিং এর সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে বোর্ড। তাকে দ্রাবিড়ের উত্তরসূরী হিসেবে পেতে চাইছে বিসিসিআই । এখন চেন্নাই সুপার কিংস এর কোচ ফ্লেমিং। ২০০৯ সাল থেকে তিনি কোচিং করিয়ে আসছেন। যথেষ্ট সফলতার সাথে কোচিং করিয়েছেন ট্রফি ও জিতিয়েছেন। দ্রাবিড়ের জায়গা নেওয়ার জন্য যথেষ্ট যোগ্য তিনি । আগামী দিনের দল তৈরি করার জন্য অনেকের মতে ফ্লেমিং এর থেকে ভালো আর কেউ হবে না । তবে দু মাসের আইপিএল ছেড়ে ১০ মাস আন্তর্জাতিক দলের সঙ্গে তিনি থাকবেন কিনা তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। সূত্রের খবর ইতিমধ্যে ফ্লেমিং এর সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছে বোর্ড। তবে ফ্লেমিং এখনো চেন্নাই দলের সাথে কথাবার্তা বলেননি কিংবা সেই দল ছেড়ে যাওয়ার কথা আলোচনা করেনি।।
Discussion about this post