মাঠে যার জেতার খিদে এবং বিপরীত দলের বিরুদ্ধে আগ্রাসন বহুবার আলোচনার বিষয় হয়েছে। যার খেলা দেখে শচীন মনে করেন রেকর্ডের দিক থেকে হয়তো তাকেও ছাপিয়ে যাবেন। সেই বিরাট কোহলিকে বহুবার তার রানরেট নিয়ে বহু সমালোচনা শুনতে হয়েছে। আর এই আইপিএলেও তাকে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে। অনেকেতো আবার একধাপ এগিয়ে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিৎ কিনা তাই নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও তিনিই এখনও কমলা টুপির দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন। তবু তার স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার অন্ত নেই। এবার সেই সব সমালোচকদের একহাত নিলেন বিরাট। গুজরাত ম্যাচে প্রথমে জবাব দিলেন ব্যাটে জবাব দেওয়ার পর মুখও খুললেন স্ট্রাইক রেট নিয়ে। সমালোচকদের সমালোচনাকে ছয় মেরে সপাটে মাঠের বাইরে ফেললেন বিরাট। তিনি বুঝিয়ে দিলেন, তাঁর ১৫ বছরের কেরিয়ারে বহু সমালোচনা হয়েছে, যার জবাব দিয়েছে তার ব্যাট। এখন আর এখন এসবে কান দেন না তিনি ।গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২০১ রানের লক্ষ্য নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাট করতে নামে । উইল জ্যাকসের অনবদ্য ৪১ বলে ১০০ রান ম্যাচকে অনেক সহজ করে দেয় । আর যার রান রেট নিয়ে বহু চর্চা সেই বিরাট কোহলি ৪৪ বলে ৭০ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ১৫৯.০৯। ব্যাট হাতে নিজস্ব ভঙ্গিমায় বোলারদের শাসন করেছেন বিরাট।৪ ওভার বাকি থাকতে সেই রান তুলে নিল তারা। ইনিংস শেষের পরেই তাঁকে দেখা যায় মাইক হাতে সমালোচকদের জবাব দিতে। বলেন, “আমার সম্পর্কে অনেকেই অনেক কথা বলে। কেউ বলে আমি দ্রুত রান করতে পারি না। কেউ বলে স্পিনের বিরুদ্ধে খেলতে পারি না। আমি ১৫ বছর ধরে ক্রিকেট খেলছি। এখন এই সব কথায় আর কান দিই না। নিজের কাজটা করতে জানি। সম্মান বজায় রেখে খেলতে চাই। সমর্থকদের জন্য খেলতে চাই।” সমালোচকদের এই কথা বলার সময় বিরাটকে তার নিজস্ব স্টাইলে বক্সের দিকে ইঙ্গিত করতেও দেখা যায়।প্র্তি বছরের মত এ বারের আইপিএলে বেঙ্গালুরুর শুরুটা ভাল হয়নি। এখনও লিগ তালিকায় সবার শেষে রয়েছে তারা। ১০টি ম্যাচের মধ্যে সাতটিতে হেরে গিয়েছেন বিরাটেরা। মূলত বোলারদের ব্যর্থতাতেই হারতে হয়েছে তাদের । বিরাট নিজে প্রতি ম্যাচেই রান করছেন। কমলা টুপির মালিক এখনও তিনিই। ১০ ম্যাচে নজর কাড়া ৫০০ রান করে ফেলেছেন। প্লে-অফে ওঠার আশা আর নেই বললেই চলে । হাতে আর চারটি ম্যাচ রয়েছে। হয়তো ১৪ ম্যাচ খেলেই কমলা টুপির মালিক থেকে যেতে পারেন তিনি ।বিরাট নিজের জন্য খেলার কথা কখনই বলেন না। তিনি বলেন, “নিজেদের যোগ্যতা অনুযায়ী এ বারে দল খেলতে পারেনি। সেটা আমরা জানি। আরও ভাল করতে পারতাম আমরা। সেটার চেষ্টাই করব আমরা আগামী ম্যাচগুলিতে।”
এদিন ৪১ বলে শতরান করার যে ইনিংস খেলেছেন জ্যাকস তার প্রশংসা করেন বিরাট। তিনি বলেন, “দুর্দান্ত ইনিংস। প্রথম দিকে বল ঠিক মতো ওর ব্যাটে লাগছিল না বলে রেগে যাচ্ছিল। আমি ওকে বার বার শান্ত হতে বলি। আমরা জানি জ্যাকস কতটা ধ্বংসাত্মক ক্রিকেট খেলতে পারে। সেটাই দেখা গেল।”
Discussion about this post