তিনি যতই বাদশা হন না কেন, ভয় তার মনেও বাসা বেঁধেছে। আসলে তিনি পর্দার হিরো। আর এখানে বিষয়টা খেলা, সিনেমার স্ক্রিপ্ট নয়, যে… যেখানে তার ভালো না লাগবে সেখানে মনের মত বদলে নেবেন। এখানে লড়াইটা মাঠে আর যে মাঠে খেলা সেই মাঠের মহারাজ হলেন সৌরভ। যিনি ইডেনে শুধু খেলে বড় হয়েছেন তাই নয়। সেই মাঠকে বদলে দেওয়ার পিছনেও তার অবদান সবচেয়ে বেশী। বাংলার মহারাজ মাঠে থাকলে তার ভক্তরা যে তার জন্য গলা ফাটাবেন এটা তিনি ভালোই বোঝেন তাই রবিবারের সন্ধ্যায় হঠাৎ ইডেনে শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিককে দেখা গেল মাঠে অনুশীলন করতে । বলা যেতে পারে দর্শকদের নিজের দলের পক্ষে ধরে রাখতে শাহরুখ ক্রিকেটও খেললেন ইডেনে। আজ কেকেআরের ম্যাচ যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই দলের ডিরেক্টর অফ ক্রিকেট হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেকে মনে প্রশ্ন সেই জন্যই কী ম্যাচের আগের দিন ইডেনে এলেন শাহরুখ খান ? অন্যদিকে যে মাঠে খেলে বড় হয়েছেন, সোমবার সেই মাঠেই বিপক্ষ দলের ডাগ আউটে বসেত হবে সৌরভকে। ইডেন যার হাতের তালুর মত চেনা। একসময় বাংলার ক্রিকেট সংস্থার প্রধানও ছিলেন তিনি। বলতে গেলে সৌরভের হাত ধরেই বদলে গিয়েছিল ইডেন। সেই সৌরভই আজ ইডেনে থাকবেন, কিন্তু বসবেন দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ কি আজ ভাগ হয়ে যাবে, মহারাজ আর বাদশার মধ্যে ? সৌরভের দিল্লির সমর্থক মাঠে থাকবে কি জানা নেই তবে সৌরভের ভক্ত সমর্থক যে মাঠে থাকবে তা বলাই বাহুল্য। অবশ্য সৌরভ যে এই প্রথম ইডেনের বিপক্ষে থাকবেন এমন নয়। আইপিএলে এর আগেও অধিনায়ক হিসাবে কলকাতার দলের বিপক্ষে খেলেছিলেন সৌরভ। তখন তিনি খেলতেন পুণে ওয়ারিয়র্স দলে। এ বার তিনি দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট। কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, “ইডেনের সমর্থন সৌরভের প্রাপ্য। দেশকে বহু বছর নেতৃত্ব দিয়েছে ও। প্রচুর সমর্থক সৌরভের। কিন্তু সেটা আমাদের ভাবার বিষয় নয়। আমাদের লক্ষ্য দিল্লিকে হারানো। আমরা সেই লক্ষ্য নিয়েই খেলতে নামব।”আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন সৌরভ। সেই সময় দলের মালিক শাহরুখের সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। পরে নানা কারণে সেই সম্পর্কের অবনতি ঘটে বলে শোনা যায়। কিন্তু যেটা লক্ষ করার মত ব্যাপার সৌরভ নিজের শহর কলকাতার দল ছেড়ে দিল্লির দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে, যে শহরে জন্ম শাহরুখের। সোমবারের ইডেনে সবার নজর থাকবে মহারাজ আর বাদশার দিকেও।
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post