হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশীষ ধর। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল করা হয়েছে। ‘নো ডিউজ সার্টিফিকেট’ দেখাতে না পারায় এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দেবাশিস ধর। সোমবার মামলাটি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আজকেই দ্রুত শুনানির আবেদন করেছেন দেবাশিসের আইনজীবী। সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ২৬ এপ্রিল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশীষ ধর। দেবাশীষের দাবি, সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকার পরও তাঁর প্রার্থী পদ বাতিল হয়েছে। কিন্তু হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ এই মামলা গ্রহণ করেনি। এরপরই সোমবার সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানান তিনি। উল্লেখ্য, গত বিধানসভায় কোচবিহারের শীতলকুচি গুলি কাণ্ডের সময় সেখানে তৎকালীন পুলিশ সুপার ছিলেন দেবাশীষ ধর। এই ঘটনার পর পরই তাকে পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেয় নবান্ন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই জল্পনা ছিল বিজেপিতে যোগদান করতে চলেছে দেবাশীষ। সেই জল্পনাতে সায় দিয়ে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হন দেবাশীষ ধর। তবে শীতলকুচি গুলি কাণ্ড ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলায় রিলিজ লেটার পাননি দেবাশীষ। ফলে তার মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post