সীমিত ওভারের ক্রিকেটে শেষের দিকে তার ভয়ঙ্কর বোলিং নতুন কিছু নয়। কিন্তু রবিবার নিউইয়র্কে মাত্র ১১৯ রানের পুঁজি নিয়ে ভারত ছয় রানে পাকিস্তানকে হারাল বুম বুম বুমরার দাপটেই। ১৪ রানে তিন উইকেট নিয়ে বুমরাই ম্যাচের সেরা। এত কম রানের পুঁজি নিয়ে লড়াই করতে নামার সময় তিনি কী ভাবছিলেন? সম্প্রচারকারী চ্যানেলে এসে বুমরা বলে যান, উইকেট থেকে কতটা সুইং পেতে পারি তা নিয়ে খুব একটা নিশ্চিত ছিলাম না। তাই সিম বোলিংয়ে ভরসা রেখে নিশানায় নিখুঁত থাকার চেষ্টা করেছি। পরে রোদ উঠলে উইকেট অনেক ভালো হয়ে যায়।
ভারত পাক ম্যাচের আগে নিজের ইউটিউব চ্যানেলে রশিদ বলেছেন এমনটা নয় যে ভারতীয় হিসেবে শুধুমাত্র বিরাটই পাকিস্তানে জনপ্রিয়। কয়েক দশক আগে ফিরে গেলে বুঝবেন দিলীপ কুমারের জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি। সুনীল গাভাস্কার তো পাকিস্তানের সকলের কাছে উদাহরণ হয়ে উঠেছিলেন। তরুণ ব্যাটসম্যানদের বলা হত, গাভাস্করের মতো ব্যাট করো। এদিকে ভারতীয় তারকা ঋষভ পন্থ জানিয়েছেন, ব্যাক্তিগত ভাবে তিনি ভারত-পাক দ্বৈরথ উপভোগ করেন। বিশেষ করে দুই দেশের সমর্থকদের উন্মাদনা ২২ গজের লড়াইকে আরও আকর্ষণীয় করে তোলে।
রবিবার নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামের বাইরে ভোরবেলা থেকে ভিড় করেন ভারতীয় সমর্থকরা। ভারতীয় সমর্থকেরা একটি শ্লোগান তুলেছেন যা সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুত। হিন্দিতে ওখানে বলা হয়,” তেল লাগাও ডাবর কা, উইকেট লো বাবরকা”। এই স্লোগান মন কেড়েছে ঋষভ পন্থের। ভারতীয় উইকেট কিপার মনে করেন দু’দেশের সমর্থকদের এ ধরনের মজার স্লোগান ম্যাচ কে আরো উপভোগ্য করে তোলে। পন্থ বলেছেন,”দু দেশের ক্রিকেটাররাই পরিশ্রম করে দেশকে জেতানোর চেষ্টা করে। সমর্থকরাও চান নিজের দেশ জিতুক। সেই আবেগ থেকেই তৈরি হয় এই ধরনের স্লোগান”।
যোগ করেন, “এতে খারাপ লাগার কিছু নেই দুই দেশের সমর্থকরাই তো ম্যাচটি আরো উপভোগ করে তোলে”। এই স্লোগানটা বেশ ভালো লেগেছে । তবে পাক ক্রিকেটারদের নিয়েও সমান আগ্রহ ভারতীয় দলের সমর্থকদের। পাক বোলিং এর অন্যতম সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে উল্লাসিত ভারতীয় ভক্তরা ম্যাচের আগে নিউইয়র্কের রাস্তায় শাহিনের সঙ্গে গল্পে মাতলেন ভারতীয় সমর্থকরা। তাদের মধ্যে এক ব্যক্তি শাহিনকে বলেন,”বিরাট রোহিতরা তোমারও বন্ধু, ওদের আউট করো না ,ওদের রান করতে দিও”। শাহিন সকলের সাথে ছবি তোলেন যে ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়।
Discussion about this post