আগামী ৪ঠা মে যুবভারতীর ক্রীড়াঙ্গনে মোহনবাগান আইএসএলের ফাইনাল খেলবে মুম্বাই এফসি অথবা গোয়া দলের বিরুদ্ধে। আজ মুম্বাই এবং গোয়ার দ্বিতীয় দফার সেমিফাইনাল । আজ নিশ্চিন্ত হয়ে যাবে মোহনবাগানের বিরুদ্ধে কারা খেলবে ফাইনাল । পরের দিন ৫ই মে ইডেনে কেকেআর মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে । আইপিএলের উন্মাদনায় কি ভাঁটা পড়বে ফুটবল ফাইনালে ?
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল । কলকাতা ভারতীয় ফুটবলের মক্কা । কথাগুলো যে কতটা সত্যি তার প্রমাণ হয় মোহনবাগান ,ইস্টবেঙ্গল, মোহামেডান যখন খেলতে নামে তখন । দল যখন খুব খারাপ অবস্থায় , তখনও দর্শকদের ক্লাব প্রীতি, ফুটবলের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা দর্শকরা প্রমাণ করেছে বারবার। ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডান যে দলের দর্শকই হোক না কেন, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতা আইএসএল অনুষ্ঠিত হচ্ছে । গতকালই সেমিফাইনালে ওড়িশাকে হারিয়ে মোহনবাগান ফাইনালে উঠেছে । গতকাল ৬২০০০ এর উপর দর্শক মাঠে ছিল।। যা মোহনবাগান কর্মকর্তাদের মুগ্ধ করেছে। এই মুহূর্তে ভারতবর্ষে চলছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল। জনপ্রিয়তার নিরিখে আইপিএল পৃথিবীর শ্রেষ্ঠ দেশীয় ক্রিকেট টি-টোয়েন্টি প্রতিযোগিতা । পৃথিবীর সব দেশের সেরা খেলোয়াড়রা আইপিএলে খেলার জন্য উন্মুখ হয়ে থাকে। আর্থিক দিক থেকেও আইপিএল পৃথিবীর সেরা টুর্নামেন্ট। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যে ক্রিকেট প্রতিযোগিতা টিভিতে প্রত্যক্ষ করে থাকে তা হল আইপিএল। আর ইডেনে কেকেআরের খেলা থাকলে দলের অবস্থা যাই থাক দর্শকরা মাঠ ভরাতে ভোলে না। ক্রিকেটের জৌলুসের কাছে আইপিএল ফুটবল প্রতিযোগিতা প্রায় কিছুই না বলা যায় । আগামী পাঁচই মে ইডেনে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের সঙ্গে কেকেআরের খেলা । এই খেলায় মাঠ কানায় কানায় পূর্ণ থাকবে সে কথা বলাই যায়। তবে কি আগের দিন আইএসএল ফুটবল ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গন ভরবে না ?
এই ধারণা একদমই ঠিক নয় , যত অর্থই থাক না কেন, যত জৌলুসই থাক না কেন , যত বড় বড় চিত্র তারকারা মাঠে আসুন না কেন ক্রিকেট মাঠের সাথে ফুটবল মাঠের কোন তুলনাই চলে না । যুবভারতী ক্রীড়াঙ্গনে র ফুটবল মাঠ দর্শকরা কানায় কানায় পূর্ণ রাখবে ৪ঠা মে একথা নিঃসন্দেহে বলা যায় । মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান প্রধানত ফ্যান বেস ক্লাব। জন্মসূত্রে অথবা রক্তের বন্ধনে এই ক্লাবের সাপোর্টার হয় । বছরের পর বছর সেই ধারা চলে আসছে। তাই ক্রিকেটে যতই গ্ল্যামার থাকুক না কেন, বাঙালির ফুটবলের প্রতি ভালবাসায় কোনদিন টান পড়বে না । কাজেই কলকাতার দর্শকরা প্রমাণ করবে কলকাতায় হল ভারতীয় ফুটবলের প্রকৃত মক্কা ।
পাঁচ বছর ধরে দিল্লি ক্যাপিটেলসের কোচ ছিলেন। এবার আইপিএলের নতুন ইনিংস শুরু করলেন রিকি পন্টিং। বুধবার তিনি হেড কোচ হিসেবে...
Read more
Discussion about this post