লক্ষ্ণৌ সুপার জায়েন্টস কে হারিয়ে, দিল্লি ক্যাপিটাল শেষ করলো ১৪ পয়েন্টে । তাদের যা রান রেট তাতে প্রথম চারে থাকা প্রায় অসম্ভব। অন্যদিকে মঙ্গলবার দিল্লির কাছে হেরে কার্যত লড়াই থেকে ছিটকে গেল লখনৌ । তাদের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট । রান রেট ও কিন্তু বেশ খারাপ। ফলে লড়াই কার্যত শেষ ধরে নেওয়া হচ্ছে লখনৌর । দিল্লি জিতে যাওয়ায় প্লে অফ এ নিশ্চিত রাজস্থান রয়্যালস তাদের ১৬ পয়েন্ট। আজ পাঞ্জাব হারলেই একুশে মে কোয়ালিফায়ার ১এ কেকেআরের বিরুদ্ধে রাজস্থান।
কোটলায় আজ ৩৩ বলে অভিষেক পোড়েল খেললেন দুর্দান্ত ৫৮ রানের ইনিংস । মেরেছেন পাঁচটি চার ও চারটি ছক্কা। রান পেয়েছেন ক্যাপ্টেন ঋষভ পান্থ ২৩ বলে ৩৩ রান ,খুনখারাপি ব্যাটিং ট্রিস্টান স্টাবস ২৫ বলে বলে ৫৭ রান নট আউট । লক্ষনৌ দলের নিকোলাস পুরান ৬১রান পেলেও কে এল রাহুল ডাহা ফেল। তিনি মাত্র পাঁচ রান করেছেন। বুড়ো হাড়ে ভেলকি দেখালেন দিল্লির পেসার ইশান্ত শর্মা ৩৪ রানে তিন উইকেট নিয়ে।
লখনৌ ইনিংসের শেষদিকে মরিয়া চেষ্টা করেছিলেন আর্সদ খান। ২৬ বছর বয়সী এই পেসার করেন ৩৩ বলে অপরাজিত ৫৮ রান। মারেন তিনটি চার পাঁচটি ছয়। শেষদিকে নাটকীয় পরিস্থিতি তৈরি করেও লখনৌ শিবিরে হাসি ফোটাতে পারলেন না আরসাদ। লখনৌ থেমে গেল ১৮৯ রানে। অভিষেকের ব্যাটিংয়ের খুশি সুনীল গাভাস্কার মত কিংবদন্তি ব্যাটসম্যান । ধারাভাষ্য দিতে গিয়ে গাভস্কার বলেছিলেন, দারুন ব্যাট করেছে অভিষেক। গত দেড় বছর ধরে ও আইপিএলের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করেছে। ভালো শট আছে অভিষেকের হাতে। দিল্লির ২০৮ রান তারা করতে গিয়ে লখনৌ শুরুতেই ধাক্কা দেয় ইশান্ত । তুলে নেন রাহুল, কুইন্টন ডি কক এবং দীপক হুদাকে। এই ম্যাচে নজর ছিল রাহুলের উপর ,বিতর্কে চাপ কাটিয়ে উঠে কি রকম ব্যাট করেন রাহুল তা দেখার আগ্রহ ছিল ক্রিকেট প্রেমীদের। কিন্তু তিনি ফিরে যান মাত্র পাঁচ রান করে।
Discussion about this post