রাজস্থান এখন দ্বিতীয় স্থানে ১২ম্যাচে পয়েন্ট ১৬ অপরদিকে পাঞ্জাব কিংস ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে ।এই দুই দলের লড়াইয়ে আগে মঙ্গলবার লখনৌ হেরে যাওয়ায় দ্বিতীয় দল হিসেবে প্লে অফে খেলা নিশ্চিত হয়ে যায় রাজস্থানের। ফলে অনেক নিশ্চিত হয়ে আজ বুধবার নামবে রাজস্থান দল ,আজকের ম্যাচ গৌহাটিতে। এবারের আইপিএল এ দুরন্ত ফর্মে থাকা রিয়ান পরাগে ঘরের মাঠে। গত কয়েক বছর ধরেই রাজস্থানের দ্বিতীয় ঘরের মাঠ হচ্ছে গৌহাটি।
এবারের আইপিএলে৪৮৩ রান করে ফেলা রিয়ান ঘরের মাঠে সমর্থকদের সামনে দুরন্ত জয় এনে দিতে পারি কিনা সেটাই দেখার। রাজস্থান রয়েলস দলের প্রথম একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা এবং ম্যাচ অনুযায়ী নিজের ভূমিকা দক্ষ ভাবে পালন করার ক্ষমতা রিয়ানকে টি-টোয়েন্টি দলে ভারতে জার্সিতে দেখার সম্ভাবনা তৈরি করে দিয়েছে। রিয়ান যদি ভারতের টি-টোয়েন্টিতে দলে সুযোগ পায়, তবে উত্তর-পূর্বাঞ্চল থেকে দেশের জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করবেন রিয়ান । তার জন্যই গৌহাটিতে সমর্থকদের উন্মাদনা ম্যাচ জিততে সাহায্য করতে পারে পাঞ্জাবের বিরুদ্ধে ।
পাঞ্জাবের দল এবার শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মার উত্থান দেখা গেলেও আইপিএলের দল হিসেবে ছাপ ফেলতে ব্যর্থ। তাছাড়া অধিনায়ক ধাওয়ান চোটের জন্য বেশ কয়েকটা ম্যাচে না থাকাটা পরিস্থিতি আরো খারাপ করে তুলেছে পাঞ্জাব। অধিনায়ক হিসাবে সাম কারেন তেমন ছাপ ফেলতে পারেনি। নিজের পারফরমেন্সও, তেমন ভালো নয়। একজন অলরাউন্ডার হিসেবে বোলিং এবং ব্যাটিংয়ের ক্ষেত্রেও তিনি ব্যর্থ বলা যায়। ঠিক উল্টো ছবি রাজস্থানের দিকে সঞ্জু স্যামসাং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আইপিএল এ ইতিমধ্যেই তিনি ৪৮৬ রান করে ফেলেছেন পাশাপাশি বোলিং এ সন্দীপ শর্মা এবং ট্রেন্ড বোল্ড তাদের বড় ভরসা। ভারতীয় দলে স্থান পাওয়া পেসার আর্শদীপ সিং তেমন ভালো ফর্মে নেই। পাঞ্জাবের কোন বোলারই তেমনভাবে এবারে দাগ কাটতে পারেনি এবারের আইপিএলে। সেই কারণেই তারা রয়েছে ১০ নম্বরে । বিশ্বকাপের আগে সঞ্জু, চাহাল, আর্শদীপ এর উপর নজর তো থাকবেই সবার ।
Discussion about this post