মাহিদ তালাল ইস্টবেঙ্গলের নিশ্চিত, এই খবর ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত। শোনা যাচ্ছে মোহনবাগানের হয়ে খেলা বিদেশি ফুটবলার কার্ল ম্যাকহিউয়ের নাম ।বাগান ছাড়ার পর কাল খেলেছেন এফ সি গোয়ার হয়ে সেখানে মেরে ধরেছে নিজের ফুটবল দক্ষতা । জোর জল্পনা কার্ল ম্যাকহিউকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ইস্টবেঙ্গল। যদিও এখনও নিশ্চিত নয় । ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে এএফসি উল্লেখযোগ্য পারফর্ম করেছিলেন স্কটিশ মিডফিল্ডার । গোয়া এফ.সি বহু আক্রমণ শুরু করার ক্ষেত্রে কার্ল ম্যাকহিউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বল নিজেদের দখলে রেখে খেলার সময় ম্যাকহিউ দলের জন্য অপরিহার্য সদস্য হিসেবে প্রমাণ করতে প্রমাণিত করেছিলেন নিজেকে।
সেমিফাইনালে দলের প্রস্থানের পিছনে অন্যতম কারিগর মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার ২০২৩-২৪ বছরের ৯৬৬ টি সফল পাস বাড়িয়েছিলেন তিনি। ইস্ট বেঙ্গল এফসিতে খেলার জন্য চূড়ান্ত চুক্তি করে ফেললেন সদ্য সমাপ্ত আইএসএল এর হায়েস্ট স্কোরার দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস। গ্রীসের এই সেন্টার ফরওয়ার্ড দু বছরের জন্য সই করেছেন লাল হলুদে । এই তারকা সই করবেন এই খবর বেশ কিছুদিন আগেই শোনা যাচ্ছিল। কেরালা ব্লাস্টার্স এর হয়ে ১৩ গোল করা ও তিন গোলের এসিস্ট করা দিমিত্রিয়াসকে নিয়ে টানাপোড়েন চলছিল ইস্টবেঙ্গল ও মুম্বাই সিটির । দরও উঠছিল চড়চড়িয়ে। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর শেষ পর্যন্ত ৬ কোটি টাকায় গ্রীসের তারকাকে পেয়েছে ইস্টবেঙ্গল। তিনি কমপক্ষে দু বছরের চুক্তি চেয়েছিলেন। এবার আইএসেলের স্যালারি ক্যাপ সাড়ে ১৬ কোটি টাকার বদলে গেল ১৮কোটি টাকা হয়েছে আরও দুজন ফুটবলারকে এই ক্যাপের বাইরে রাখা যাবে । এই নিয়মের জন্যই ক্লাবদের বাজেট বাড়াতে হয়েছে। এদিকে ইস্টবেঙ্গল শুক্রবারে এক বার্তায় ইস্টবেঙ্গলের কোচ বলেছেন এবার আমরা এমন একটা টিম করছি যাতে আমাদের ক্লাবের প্রিয় সমর্থকদের গর্ব করতে পারেন। যোগ করেন অনেক বছর পর ইস্টবেঙ্গল এশিয়ান পর্যায়ে খেলা সুযোগ পেয়েছি তাই আমি রোমান্টিক টিম বানানো হচ্ছে সে আর লক্ষ্যেই।।
Discussion about this post