: ব্রিসবেন স্টেটের দ্বিতীয় দিন সম্প্রচারকারী চ্যানেলে বিতর্কিত মন্তব্য করে বসলেন ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঈশা গুহ। রবিবার অস্ট্রেলিয়া দুই ওপেনারকেই ফেরান ভারতের ভারতীয় জোরে বলার যশপ্রীত বুমরা ।তখনই কথায় কথায় ইশা বলেন,” হ্যাঁ ও তো এমভিপি, তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, যশপ্রীত বুমরা।”। ধারাভাষ্যকার হিসেবে তখন ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন জোরে বোলার ব্রেট লি ।তিনি মন্তব্য করেন ,বিশ্বের সেরা বোলারের থেকে তো এরকম বলিনি আশা করা উচিত। তাছাড়া বুমরা তো প্রাক্তন অধিনায়কও ।প্রথম টেষ্টে নেতৃত্বও দিয়েছে। তখন ইশা এই মন্তব্য করেন প্রসঙ্গত প্রাইমেট শব্দটির অর্থ বাঁদর প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ,যার মধ্যে মানুষও পড়ে। কেন তিনি এমন কথা বললেন তার কোন ব্যাখ্যা করেননি প্রাক্তন ইংল্যান্ড মহিলা ক্রিকেটার ।প্রসঙ্গত ২০০৮ সালে সিডনিতে অস্ট্রেলীয় অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ডসের অভিযোগ ছিল হরভজন সিং নাকি তাকে ‘মাঙ্কি ‘বলেছেন ।ইশা আবারও যেন সেই বিতর্ক ফিরিয়ে আনলেন । প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠে। ইশার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নেটিজেনরা ।তবে সোমবার খেলা শুরুর আগেই প্রকাশ্যে ক্ষমা চান ইশা। তাঁর কথায়,” কাল আমি এমন একটা শব্দ ব্যবহার করেছি যেটার অনেক রকম অর্থ হয়। কাউকে আঘাত করার থাকলে করে থাকলে আমি ক্ষমা চাইছি। অপরকে সম্মান করার বিষয়টি আমি সবসময় খুব গুরুত্ব দিয়ে থাকি যদি আমার পুরো কথাটা সকলে শুনতেন তাহলে বুঝতে পারতেন যে আমি বুমরাহের প্রশংসাই করেছি ।আজীবন আমি চেষ্টা করেছি, ক্রিকেটে যেন বৈষম্য কোনভাবেই স্হান না পায়।” ভুল করেও ইশা যেভাবে ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে, তাতে মুগ্ধ শাস্ত্রী। তিনি বলেন “ইশা খুবই নির্ভীক ।প্রকাশ্যে এইভাবে ক্ষমা চাইতে যথেষ্ট সাহস লাগে। যেহেতু ইশা ক্ষমা চেয়েছেন, আশাকরি এবার বিতর্ক থেমে যাবে। আমরা সকলেই মানুষ সকলেই ভুল করি। “বর্ণবৈষম্য মন্তব্য নিয়ে বুমরাহর অবশ্য কোনো জবাব মেলেনি। সোমবারও তিনি তুলে নিয়েছেন একটি উইকেট। গাব্বা টেস্টের প্রথম ইনিংসে মোট ছয়টি উইকেট গেল তাঁর ঝুলিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post