প্রথমবার ফুটসালের রাঙ্কিং প্রকাশ করল আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নারী ও পুরুষ উভয়-বিভাগই যেখানে শীর্ষস্থানে অবস্থান করছে ব্রাজিল । তবে নারী বিভাগের তুলনায় পিছিয়ে আর্জেন্টিনার পুরুষেরা অন্যদিকে পুরুষ বিভাগের স্থান না পেলেও নারী বিভাগের ৪৪তম স্থানে বাংলাদেশ। ফুটসাল ফুটবলের আরেকটি সংস্করণ। মূল ফুটবলের তুলনায় খেলোয়াড়দের সংখ্যা থাকে কম । ফুটবলের তুলনায় মাঠ ও গোলপোস্টের আকার ছোট হয়। এককথায় ইন্ডোরে পাঁচজনের যে ফুটবল সেটাই ফুটসাল । ইউরোপ , লাতিন আমেরিকা সহ সারা পৃথিবী ব্যাপী এই খেলাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ফিফার স্বীকৃতিতে ১৯৮৯ সাল থেকে নিয়মিত এর বিশ্ব আসর ও বসছে।এতদিন এর কোন র্যাংছকিং ছিল না।
সম্প্রতি প্রথমবার ফুটসালের রাঙ্কিং প্রকাশ করে ফিফা…. ফুটসারের প্রথম রাঙ্কিং এ পুরুষ বিভাগের হিসাবটা করা হয়েছে ৪৬০০ টি ফিফা ‘এ’ ম্যাচের ফলের ভিত্তিতে। ফিফার সদস্য দেশগুলোর মূল জাতীয় দল মুখোমুখি হলেই আন্তর্জাতিক ‘এ’ ম্যাচের মর্যাদা পায়। প্রথম প্রকাশিত রাঙ্কিং য়ে নারী-পুরুষ উভয়-বিভাগই শীর্ষে আছে ব্রাজিল । ফুটসালে পাঁচবারের ফিফা চ্যাম্পিয়ন দের পর পুরুষ বিভাগের দুই নম্বরেঅবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের। দ্বিতীয় সর্বোচ্চ দুবারের চ্যাম্পিয়ন স্পেন এর অবস্থান তিনে। এশিয়ার চ্যাম্পিয়ন ইরাক চারে আর ২০১৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে পাঁচে। ফুটসালের প্রথম ফিগার আছে মোট ১৩৯ টি দল। ১৩৯ টি দেশের মধ্যে নেই বাংলাদেশের নাম…. দক্ষিণ এশিয়ার দেশ গুলির মধ্যে সবার উপরে মালদ্বীপ.. তাদের অবস্থান ১০ নম্বরে… নেপাল ১২১ নম্বরে আর ভারত ১৩৫ নম্বরে ।পুরুষ বিভাগে না থাকলেও নারী বিভাগে বাংলাদেশের অবস্থান ৪৪ তম নারী বিভাগের জায়গা করে নেয় । মোট ৬৯ টি দেশের মধ্যে শীর্ষএ আছে ব্রাজিল দুইয়ে স্পেন তিনে পর্তুগাল চারে আর্জেন্টিনা আর পাঁচে কলম্বিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post