টানটান লড়াইয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতল গুজরাট। মল্লারপুর এর মাঠে স্লো উইকেটে তিন উইকেটে পাঞ্জাবকে হারিয়ে এই জয় পেল গুজরাট সুভমান গিল ৩৫ এবং সাই সুদর্শন৩১ করলেও ১৮ বলে ৩৬ সালে নট আউট ইনিংস খেলে তেওটিয়া ফিনিশার হিসাবে গুজরাটকে জেতালো। শুরুতে ব্যাট করে 142 রান তোলে পাঞ্জাব। শুরুতে প্রভসিমরন এবং অধিনায়ক শ্যামকারেন চালিয়ে খেলতে শুরু করে । ১৯ বলে কুড়ি রান করে কারেন রশিদের বলে আউট হয়ে যান । প্রভসিমরন করেন ৩৫ রান । পাঞ্জাবের দুই প্রতিশ্রুতিবান খেলোয়াড় আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং ওই দিন রান পাননি । আশুতোষ তিন রান করে এবং শশাঙ্ক আট রান করে আউট হয়ে যান । হরপ্রীত ব্রার ১২ বলে ২৯ রান করেন। বল্লানপুরের এই স্লো উইকেটে গুজরাটের বাঁ হাতি স্পিনার সাই কিশোর ৩৩ রান দিয়ে চার উইকেট নেয় । আজকের ম্যাচে ম্যান অফ দা ম্যাচ হন আর.সাই কিশোর । র শিদ খান একটি মোহিত শর্মা দুটি এবং নুর আহমেদ দুটো উইকেট লাভ করে গুজরাটের পক্ষে। গুজরাটের হয়ে ওপেন করতে নামেন শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহা । মাত্র ১৩ রান করে ঋদ্ধিমান আউট হয়ে যান, এরপর মিলার নামলেও মাত্র চার রান করে আউট হন ।। ২৯ বল খেলে ৩৫ রান করে আউট হন শুভমান গিল। এরপর ইমপেক্ট খেলোয়াড় সাই সুদর্শন ৩১ রান করে আউট হন । হার্ড হিটার শাহরুখ খান মাত্র আট রান করে আউট হয়ে যান । শেষ পর্যন্ত রাহুল তেইয়া ১৮ বলে ৩৬ রান করে নট আউট থাকেন এবং গুজরাট কে জয়ের রাস্তায় ফিরিয়ে আনেন । এই জয়ের ফলে গুজরাট উঠে এলো, ৬ নম্বরে পাঞ্জাব রয়ে গেল নয় নম্বরে । আজকে আজকের এই লো স্কোরিং ম্যাচে এক সময় মনে হচ্ছিল যে ম্যাচটা পাঞ্জাব জিতে যাবে । কিন্তু তেওটিয়া ফিনিশার হিসেবে আজকের ম্যাচ শেষ করেন । ।
Discussion about this post