দীর্ঘ বেশ কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। ইতিমধ্যেই তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে তাপমাত্রার পারদ। পাশাপাশি আগামী বুধবার থেকে তাপপ্রবাহের দাপট আরও বাড়ার সম্ভাবনা। এই তীব্র গরম গত ৫০ বছরেও দেখা যায়নি রাজ্য বলে মত আবহাওয়াবিদ সৌরিশ মুখোপাধ্যায়ের।
হাওয়া অফিস সবত্রে খবর, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা হলেও কমতে পারে। মেঘলা আকাশ থাকায় বাড়বে গুমোট ও অস্বস্থি ভাব। অন্যদিকে, সোম ও মঙ্গলবার দুই মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা । একইসঙ্গে, আগামী বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। একইসঙ্গে বৃহস্পতিবার থেকে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে।
সোমবার কলকাতার তাপমাত্রার ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। সর্বতনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ২৮ শতাংশ। তীব্র দাবদাহের এরূপ পরিস্থিতির হাত থেকে পুলিশ কর্মীদের রক্ষা করতে কলকাতা পুলিশের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিন পার্ক সার্কাস, শ্যামবাজার, বউবাজার-সহ শহরের গুরুত্বপূর্ণ ৬-৭টি জায়গায় কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে ORS, জলের বোতল, ছাতা, সানগ্লাস তুলে দিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
ওয়েদার ব্যুরো …
২০২৪ সাল ৯ আগস্ট কলকাতা তথা পশ্চিমবঙ্গবাসীর জন্য যেন এক কালো রাত্রি। আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কর্মরত...
Read more
Discussion about this post