ভারতের ১১৭ জনে অ্যাথলিট অংশ নিচ্ছেন এবার অলিম্পিক্সে। এর মধ্যে ৪৭ জন মহিলা এবং ৭০ জন পুরুষ অ্যাথলিট। পারফর্ম করতে নামবেন ভারতের কনিষ্ঠ অ্যাথলিটও। তিনি ১৪ বছরের সাঁতারু ধিনিদি দেশিহু প্যারিসে সবচেয়ে কনিষ্ঠ ভারতের হিসেবে ব্যাঙ্গালোরের মেয়ে আর কদিন পরে ইতিহাস গড়বেন।অলিম্পিক গেমসT Ripartite Commission এর ইউনিভার্সিটি কোটা থেকে প্যারিসে খেলার টিকিট পেয়েছেন ধিনিদি দেশিহু তিনি প্যারিসে ২০০ মিটার মহিলাদের সাঁতারে ২০০ মিটার ফ্রি স্টাইল বিভাগে নামবেন ।প্যারিস অলিম্পিকে ধিনিধির পাশে সাঁতারে আ্যাকশনে দেখা যাবে শ্রী হরি নটরাজ কে। আর প্যারিস অলিম্পিকে পারফর্ম করতে চলা সবচেয়ে বয়স্ক অ্যাথলিট কে? ৪৪ বছর বয়সী ভারতীয় কিংবদন্তি টেনিস তারকা রোহন বোপান্না। এই নিয়ে তৃতীয়বার থেকে নামলেন তিনি। প্রথমবার তিনি মহেশ ভূপতির সঙ্গে ২০১২ সালের অলিম্পিকে নেমেছিলেন। সেবার তাঁরা পুরুষের ডাবল সিম দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন। এরপর বোপান্না ও লিয়েন্ডার পেজ ২০১৬সালের অলিম্পিকে পারফর্ম করেন ।সেবার তাঁরা পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ড থেকে ছিটকে যান। সানিয়ার সঙ্গে জুটিতে পদকের কাছে পৌঁছে গিয়েছিলেন বোপান্না কিন্তু শেষ অব্দি চেক রিপাবলিক টেনিস জুটির হেরে যান। এবার প্যারিস অলিম্পিক থেকেও রোহন বোপান্না খালি হাতে ফিরে এলেন।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post