মাঠে নামার আগে ক্রমশ চাপ বাড়ছে কেকেআর এর।আগামী 14 ই এপ্রিল ঘরের মাঠে লখনও সুপার জায়ান্টস এর মুখোমুখি হবে কেকেআর।তার আগে চাপ বাড়ছে কলকাতার টিমের।আই পি এল এ শুরুটা ভালো হয়েছিল কেকেআরের, কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে কেকেআর।প্রথম ৩ ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করে আইপিএল ২০২৪ মরশুম শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স।কিন্তু সিএসকের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে হারতে হয়েছে নাইটদের।আগামী ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কেকেআর। কিন্তু সেই ম্যাচের আগে চাপ ক্রমশ বাড়ছে শ্রেয়স-গম্ভীরদের উপর।বিশেষ করে পয়েন্ট টেবিলে সিএসকের বিরুদ্ধে হেরে শীর্ষস্থান খুইয়েছে কেকেআর।বর্তমানে রয়েছে দ্বিতীয় স্থানে।
বর্তমানে লিগ টেবিলে শীর্ষস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। বুধবার গুজরাতের বিরুদ্ধে মরশুমের প্রথম হারের স্বাদ পেয়েছে সঞ্জু স্যামসনের দল। ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট, নেট রানরেট +০.৮৭১।এরপর ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শুধমাত্র রানরেটের বিচারে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। আর ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে গুজরাত টাইটান্স। ফলে সকলেই নিঃশ্বাস ফেলছে কেকেআরের ঘাড়ে।শেষের দিকে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে পঞ্জাব কিংস। আর ২ পয়েন্ট নিয়ে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। ফলে আগামী কয়েক দিনে লিগ টেবিলে একাধিক ওঠা-নামা দেখা যাবে তা নিশ্চিত।এবার দেখার কেকেআর কি ঘুরে দাঁড়াতে পারবে!আগামী 14 ই এপ্রিল এর ম্যাচের অপেক্ষায় সমর্থকরা।ঘরে মাঠে ম্যাচে সমর্থকদের সামনে মান বাঁচাতে পুরোদমে খেলেতে হবে কেকেআরকে।
: ২৪-২৫ নভেম্বর আইপিএল ২০২৫ এর মেগা নিলাম এর আগে সব দলই প্রস্তুতি নিচ্ছে ।এবার নিলামে কেকেআরকে নিজেদের নতুন অধিনায়ক...
Read more
Discussion about this post