আইপিএলে ২০০ আড়াইশো রান হামেশাই হচ্ছে, কাল ইডেনে দেখা গেল তার ব্যতিক্রম। এর আগের ম্যাচে যখন ২৬১ রান করবে জেতা যায়নি, তখন প্রথমে ব্যাট করে দিল্লির ১৫৩ রান, কেকেআরের কাছে সহজ মনে হয়েছিল । কালকের পিচ কিন্তু ব্যাটিং করার পক্ষে খুব সহজ ছিল না। ওপেনার সল্টে দুর্দান্ত ব্যাটিং এবং বাকি ব্যাটসম্যানদের দায়িত্বশীল খেলা কেকেআর কে জয়ের পথে নিয়ে যায় । যদিও আসল কাজটা করে দিয়েছিলেন বোলাররা। মাত্র ১৫৩ রানে দিল্লি অলআউট করে জেতার মূল কারিগর কিন্তু বোলাররাই ।
News in details কাল যখন টসে জিতে দিল্লির অধিনায়ক ঋষভ পান্থ ব্যাটিং করা সিদ্ধান্ত নিলেন তখন অনেকেই অবাক হয়েছিল । পাঞ্জাবের বিপক্ষে ২৬১টি রান করেও জিততে পারেনি কেকেআর । পরে ব্যাট করে সেই রান তুলে দেয় পাঞ্জাব। তাই ঋষভের এই সিদ্ধান্ত অনেকই অবাক করেছিল । কিন্তু যে চমকটা সবার জন্য অপেক্ষা করছিল সেটা কেউ আশা করেনি। কালকের পিচ আগের মত ছিল না, কাল কিন্তু অন্য পিচে খেলা হয়েছে। যেখানে বল পড়ে সহজে ব্যাটে আসছিল না এবং টাইমিং করতে গন্ডগোল হয়েছে ব্যাটসম্যানদের। কালকের পিচে সুইং হয়েছে যথেষ্ট পরিমাণে । । পৃথ্বী এবং ফ্রেজার প্রথমে ব্যাট করতে নামে । দুই অঙ্কের রান করার পর তারা দুজনেই আউট হয়ে যায়, পৃথী ১৩রানে এবং ফ্রেজার ১২ রানে আউট হয় ।
এরপর অভিষেক পোড়েল ১৮ ঋষভ ২৭ অক্ষর প্যাটেল ১৫ ছাড়া উল্লেখযোগ্য রান কুলদীপ যাদবের ৩৪ নট আউট । দিল্লির ইনিংস শেষ হয় ১৫৩ রানে । খুব ভালো বল করে বরুণ চক্রবর্তী তিনটি উইকেট পান এছাড়া বৈভব অরোরা দুটি হর্ষিত রানা দুটি উইকেট দখল করে । সুনীল নারিন ও মিচেল স্টার্ক পান একটি করে উইকেট । ১৫৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে নাইট রাইডার্স । যথারীতি প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করে দুই ওপেনার সল্ট এবং নারিন । নারিন মাত্র ১৫ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন একবার ক্যাচ দিয়ে বেঁচে গিয়ে সল্ট তার ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন। অক্ষর প্যাটেলের বলে আউট হওয়ার আগে ৩৩ বলে ৬৮ রান করেন সল্ট।
রিঙ্কু ব্যাট করতে এসে ১১ বলে ১১ রান করেন । এরপর বেঙ্কটেশ আয়ার এবং শ্রেয়াস আয়ার নট আউট থেকে কেকেআর কে ষষ্ঠ জয়ে এনে দেয় । বেঙ্কাটেশ ২৬ রানে এবং শ্রেয়াস ৩১রানে নট আউট থাকে । এই জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্স আবার দ্বিতীয় স্থান দখল করলো। ছটি ম্যাচে জিতে ১২ পয়েন্টে রয়েছে কেকেআর । দিল্লি রয়ে গেল ষষ্ঠ স্থানে। বেশ কয়েকদিন পরে আইপিএলে লো স্কোরিং ম্যাচ হল ।
Discussion about this post