পদকের হ্যাটট্রিক হল না মনু ভাকেরের। খুব কাছে গিয়েছিলেন কিন্তু অল্পের জন্যই আজ তৃতীয় পদক হাতছাড়া হলো। ২৫ মিটার এয়ার পিস্তলে শুরুটা দুর্দান্ত করেন ।মাঝে মিস হয়। আবার ঘুরে দাঁড়ান। প্যারিসে ইতিমধ্যেই জোড়া পদকে ইতিহাস গড়েছেন মনু ভাকের। স্বাধীন ভারতের প্রথম অ্যাথেলিট হিসেবে অলিম্পিকের এক সংস্করণে জোড়া পদকে রেকর্ড গড়েছেন।হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিলেন মনু তবে ভেরনিকা মায়ারের সঙ্গে শুট- অফ এ পাঁচের মধ্যে দুটি শট মিসেই হ্যাট্রিকের স্বপ্নভঙ্গ। দশ পয়েন্টের নিচে মারলে তার কোন পয়েন্ট যোগই হবে না। প্রথম পাঁচ শটের সিরিজের পর মনু ভাকের অনেকটাই পিছিয়ে ।তার মাত্র মাত্র দুটি শট কাজে লেগেছিল। এরপর পাঁচ শটের সিরিজ।
মাত্র একটি শট মিস হয় ।৬টি সঠিক শটে চতুর্থ স্থানে উঠে আসেন মনু ভাকের। ৪ শটের সিরিজের পর এলিমিনেশন শুরু হবে। তৃতীয় ৫ শটের সিরিজের পর দশটি সঠিক শটে দ্বিতীয় স্থানে উঠে আসেন । সপ্তম সিরিজের মনুর পাঁচটির মধ্যে একটি শ্যূট মিস হয়। পাঁচে থাকা চীনের প্রতিদ্বন্দ্বী ছিটকে যান। ফাইনাল ফোর এর মধ্যে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকেন। শেষ পর্যন্ত এমন একটি পরিস্থিতি আসে যেখানে শেষ পাঁচটি শট নিতে হবে ।প্রথম চার শটের মধ্যে দুটি মিস মনুর ।শুট অফে এই দুটি মিসে চতুর্থ স্থানে শেষ করার মনু ভকের। আজকের এই ২৫ মিটার রাইফেল শুটিংয়ে ব্যর্থ হলেও মনু কিন্তু একটি অলিম্পিকে দুটি পদক জয় লাভ করে ইতিহাস রচনা করেছেন ভারতীয় রাইফেলশুটিংয়ে।
Discussion about this post