আইপিএলের সর্বশেষ স্থানে রয়েছে মুম্বাই। অপরদিকে ছটি ম্যাচ জিতে চার নম্বর স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ । মুম্বাই কি পারবে ঘরের মাঠে হায়দ্রাবাদকে হারাতে?
মুম্বাই ইন্ডিয়ানস এর সামনে শেষ সুযোগ ।ঘরের মধ্যে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামবে তারা আজ ।এই ম্যাচ জিততেই হবে হার্দিক পান্ডিয়াদের । জিততে না পারলে আইপিএলের আশা শেষ হয়ে যাবে তাদের এরপর রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ সেক্ষেত্রের নিয়ম রক্ষার ম্যাচ হয়ে যাবে মুম্বাইয়ের কাছে। এবারের আইপিএলে ইতিমধ্যে ১১ টি ম্যাচ খেলে ফেলেছে মুম্বাই ।এর মধ্যে আটটিতে হেরেছে কেবল তিনটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে তারা। এরপর তিনটি ম্যাচ জিততে পারলে ১৪ টি ম্যাচে ১২ পয়েন্ট হবে মুম্বাইয়ের। আজ সানরাইজার্স হায়দ্রাবাদের পর ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ও লক্ষনৌ সুপার জয়েন্টসের বিরুদ্ধে । শেষ দুটি ম্যাচ মুম্বাই এর ঘরের মাঠে। এই মুহূর্তে পয়েন্ট তালিকা প্রথম স্থানে রয়েছে কেকেআর ১৬ পয়েন্টে এরপরে রয়েছে রাজস্থান ষোল পয়েন্টে । আজকের ম্যাচ জিতলে মুম্বাইয়ের ক্ষীন আশা থেকে যাবে । কিন্তু আজ যদি হায়দ্রাবাদের কাছে বোম্বাই হেরে যায় তারা তাদের ছয় পয়েন্ট ই থাকবে। সেক্ষেত্রে পরপর দুটো ম্যাচ জিততেও দশ পয়েন্টের বেশি হবে না । মূল কথা আজকের ম্যাচে না জিতলে প্লে অফের আশায় এবারের মত শেষ হয়ে যাবে মুম্বাইয়ের। প্রথম লীগের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই বিপক্ষে ২৭৭ রান করে রেকর্ড করেছিল । ট্রাভিস হেড ,আশুতোষ শর্মা হেনরিখ ক্লাসেন, সবাই খুব ভালো কর্মে রয়েছে হায়দ্রাবাদের ।
অপরদিকে ভারতীয় দলে স্থান পাওয়া মুম্বাই ক্রিকেটারদের মধ্যে বুমরা ছাড়া রোহিত শর্মা , সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া কেউই ফর্মের ধারে কাছে নেই। বিশ্বকাপের আগে সকলেরই ফর্মে না ফিরলে ঢিন্তা নির্বাচকদের । ভারতের অধিনায়ক এবং সহ অধিনায়ক দুজনেই রয়েছেন মুম্বাই টিমে। অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের রয়েছে দারুণ ফর্মে তাদের ভালো ফর্মে রয়েছে আর ক্যাপ্টেন প্যাট কামিংস হএর অসাধারণ পরিচালনা তাদের এগিয়ে নিয়ে চলেছে । কামিংস বল ও করছেন খুব ভালো । পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই এবার প্লে অফে যেতে পারে কিনা সেটা সময়ই বলবে ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post