ছুটি পেলেই বাঙালি ভ্রমণের জন্য উদগীব হয়ে ওঠে। আর এই কোথাও বেড়াতে যাওয়ার জন্য বাঙালির প্রথম পছন্দ অবশ্যই ভারতীয় রেল। ট্রেনে কিছুটা সময় বেশি লাগলেও টিকিটের ভাড়া এবং সুরক্ষার দিক থেকে অনেকটাই গ্রহনযোগ্য। কারণ সুরক্ষিতভাবে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়ার লক্ষ্য থাকে ভারতীয় রেলের। আর বর্তমানে ভারতীয় রেল নিয়ে এসেছে এক যুগান্তকারী প্রযুক্তি, যার মাধ্যমে ট্রেনযাত্রা এখন আরও সুরক্ষিত হতে চলেছে। সম্পূর্ণ দেশীয় স্তরে তৈরি এই প্রযুক্তির নাম হল “কবচ”।
বিভিন্ন সময়ে নানা দুর্ঘটনার মধ্য দিয়ে ভারতীয় রেল বহু অভিজ্ঞতা লাভ করেছে। ফলে যাত্রীদের সুরক্ষার বিষয়ে রেলকর্তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার করেছে। তবে ভারতীয় রেলের সবচেয়ে আধুনিক প্রযুক্তি হল কবচ সিস্টেম। যা মানুষের বা রেলকর্মীদের দ্বারা যে কোনও ভূল মুহূর্তে শুধরে নিয়ে আটকে দেবে ট্রেনের মুখোমুখী সংঘর্ষ। ফলে বাঁচবে বহু যাত্রীর প্রাণ।
কবচ রেলওয়ে প্রযুক্তি হল একটি উন্নত ট্রেন সিস্টেম, যা ট্রেনের গতি, সিগন্যাল, ট্র্যাকের ব্যবস্থা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এটি ট্রেনগুলির নিরাপত্তা এবং সময়ের সাথে কাজ করে এবং কার্যকর গতির জন্য সঠিক ট্র্যাক ব্যবস্থা সংরক্ষণ করে। এই প্রযুক্তি রেলওয়ে সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার স্তর বৃদ্ধি করে। এটি মূলত একটি অটোমেটেড সিস্টেম যা একাধিক সেন্সর এবং কন্ট্রোলার ব্যবহার করে ট্রেনকে সঠিক নির্দেশ প্রদান করে। মূলত দূরপাল্লার ট্রেনের ইঞ্জিনে কবচ প্রযুক্তি বসানো হচ্ছে। যাতে চালক বা রেলকর্মীদের ভুলে কোনও ভাবে একই লাইনে দুটি ট্রেন চলে এলে এই প্রযুক্তি নির্দিষ্ট দূরত্বে ট্রেনদুটিকে থামিয়ে দেবে স্বয়ংক্রিয়ভাবে।
কবচ সিস্টেমটি ভারতীয় রেলে প্রথম ব্যবহার করা হয় ২০২১ সালের মার্চ মাসে। এটি দক্ষিণ পশ্চিম রেলওয়ের বেঙ্গালুরু বিভাগে প্রথমবারের পরীক্ষা করা হয়। এটি রেলওয়ের নিরাপত্তা ও কার্যক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছিল। সর্বপ্রথম এটি ডাবলুএজি সেভেন মডেলের লোকোমোটিভ বা ইঞ্জিনে প্রথম ট্রায়াল রান হিসেবে ব্যবহার করা হয়। এই ট্রায়েল রানের সময় একটি লোকোমোটিভে উপস্থিত ছিলেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরীক্ষামূলক যাত্রায় সাফল্য লাভ করার পরে রেলমন্ত্রী ঘোষণা করেন আগামীদিনে প্রতিটি যাত্রীবাহী ও মালবাহী লোকোমোটিভে এই কবচ সিস্টেম বসানো হবে। যাতে আগামীদিনে রেলযাত্রা আরও আরামদায়ক এবং সুরক্ষিত হয়।
Discussion about this post