সারা বিশ্ব যাকে স্পিনার হিসাবে জানে, যাকে তার দেশের ক্যাপ্টেন চাইছে দেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য, তার ধারাবাহিকতা নিয়ে নিশ্চয় কারো কোন প্রশ্ন থাকার কথা নয়। এটা ঠিক তিনি যখন দেশের হয়ে খেলেছেন তখন তিনি বোলার হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছেন, কিন্তু তার মধ্যে অলরাউন্ডার হওয়ার সব ক্ষমতা আছে, সেই ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটেছে কেকেআরএ। বলা যেতে পারে তিনি যে অলরাউন্ডার সেই আবিষ্কারটা কেকেআরএর। তিনি হলেন সুনীল নারাইন যিনি কমলা টুপির লড়াইয়ে রয়েছেন। এই মহূর্তে তাঁর থেকে আগে রয়েছেন বিরাট কোহলি। এক জন সারা বিশ্বের কাছে স্পিনার বলে পরিচিত। অন্য জন বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের মধ্যে একজন । কিন্তু আইপিএলে সব থেকে বেশি রানের তালিকায় পর পর নাম রয়েছে দু’জনের। ওপেনার হিসাবে ব্যাট করতে দেখা যায় কেকেআর হয়ে খেলা শুরুর পর ।
এই বছর আইপিএলে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন নারাইন। তার সংগ্রহ ৩৫৭ রান, স্ট্রাইক রেট ১৮৪.০২। সঙ্গে একটি শতরান। ২০২৪ এর আগেও কলকাতার হয়ে ওপেন করেছেন নারাইন। কিন্তু এ বছরের মতো ধারাবাহিকতা কখনও দেখা যায়নি । ব্যাট এবং বলে পুরোপুরি সফল বলা যায় নারিনকে । ফলে কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ম সদস্য হয়ে উঠেছেন নারাইন। তার দক্ষতা যোগ্যতা যা বিরাটকে চাপে ফেলে দিয়েছে কমলা টুপির লড়ায়ে।
অন্যদিকে ২০২৪ এর আইপিএলে ৯ ম্যাচে ৪৩০ রান করেছেন বিরাট। ৭৩ রান পিছিয়ে থেকে বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নারাইন। যদিও স্ট্রাইক রেটে অনেকটাই এগিয়ে তিনি। রানের দিকথেকে দেখলে তৃতীয় স্থানে রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ৮টি ম্যাচ খেলে ৩৪৯ রান করেছেন। চার নম্বরে রয়েছেন পন্থ। তার ৯ ম্যাচে সংগ্রহ ৩৪২ রান। পঞ্চম স্থানে রয়েছেন সাই সুদর্শন। যিনি ৯ ম্যাচে ৩৩৪ রান করেছেন। এখন দেখার শেষপর্যন্ত কে জেতেন কমলা টুপির লড়াইয়ে।
Discussion about this post