এখন সবার হাতেই স্মার্টফোন।শুধু যোগাযোগ ই নয়,সারা দুনিয়াকে হাতের মুঠোয় পাওয়া যায় স্মার্টফোনের দৌলতে।নতুন নতুন ফোন ব্যবহার করতে কোনো অসুবিধা হয়না।কিন্ত যতই দিন গড়ায় নানান সমস্যা দেখা দেয় ঐ মুঠোফোনে।এদিকে নিত্যসঙ্গী ফোনের কোনো অসুবিধা হলে চিন্তার ভাজ সবার কপালে। কখনো ফোনে বেশিক্ষন চার্জ থাকছেনা বা কখনো স্লো হয়ে যাচ্ছে।একাধিক সমস্যা থাকে।আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ফোনের পাওয়ার অফ করে দি।আবার পুনরায় ফোন অন করি।আবার কেউ কেউ পাওয়ার অফ না করে রিস্টার্ট করি।
কিন্তু দুটোর কাজ ই এক।তাহলে ফোনে এই দুটো অপশন কেনো দেওয়া থাকে।দুটোর কি কাজ ?আজকের প্রতিবেদনে জানবো দুটোর কি কাজ। প্রতি সপ্তাহে যদি ফোন রিস্টার্ট করা যায় তাহলে মেমোরি লিক প্রতিরোধ হবে।এছাড়াও ফোন রিস্টার্ট করলে কানেক্টিভিটি সমস্যার ও সমাধান হতে পারে আর পাওয়ার অফ করলে ক্যাশে ডাটা সাফ করতে সাহায্য করে।এতে ফোনের কার্যক্ষমতা আরো বারে অতিরিক্ত ফোন ব্যবহার ও ফোনের ব্যাটারির ওপর চাপ ফেলে।এছাড়াও প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফোন ব্যাবহার যেমন ফোনের জন্য ক্ষতিকর।তেমনই স্বাস্থ্যের জন্যেও ক্ষতিকর।
Discussion about this post