প্যারিস থেকে অল্প দূরেই ভের্সাই শহরে বুধবার নামছেন কলকাতার অনুষ আগারওয়াল। অলিম্পিক্স ইকোয়েস্ট্রিয়ান ইভেন্টে অন্য ইভেন্টে আগে ভারতীয়রা নামলেও অনুষই প্রথম যিনি ড্রেজেস ইভেন্টে নামছেন। অনুষ তৈরি। তৈরির তার ঘোড়া স্যার ক্যারামেলো ওল্ডও। প্রথমবার পরিবারের ছেলেকে অলিম্পিকে খেলতে দেখার জন্য পৌঁছে গিয়েছে তার পরিবারও। গত বছর এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্চ জিতে ছিলেন অনুষ। টিম ড্রেজেস ইভেন্টে সোনা জিতেছিল ভারত। প্যারিস অলিম্পিকে অবশ্য টিম নয় যোগ্যতা অর্জন করতে পেরেছেন শুধু চব্বিশ বছরের অনুষ। ইকোয়েস্ট্রিয়ান অলিম্পিকের একমাত্র ইভেন্ট যেখানে মানুষের পারফরমেন্সই সব নয় ।প্রতিযোগিতার সময়ে ঘোড়াকেও পারফর্ম করতে হবে ।নিয়মমাফিক আর ড্রেজেেস ইভেন্টে কড়া নিয়ম মেনে চলতেই হবে।। তাই অনুষের সঙ্গে স্যার ক্যারামেলোর নড়াচড়াও গুরুত্বপূর্ণ হতে হবে আজ। তবে অনুষ খুশি তার ঘোড়ার মেজাজে ।ঘোড়া যত রিলাক্সড থাকে ,ততই ভালো। সেভাবেই প্রস্তুতি সারা হয়ে গিয়েছে দুই পারফর্মারের। এবার ইভেন্টে নামার অপেক্ষা। ট্রেনিংয়ের জন্য ১৭বছর বয়স থেকে জার্মানিতে থাকেন অনুষ। পড়াশোনা করে সেখানকার ইউনিভার্সিটিতেই। প্যারিসের দক্ষিণ-পশ্চিম শহর থেকে কিছুটা দূরে ভের্সাইয়ে হচ্ছে এই ইভেন্ট ।প্রাসাদের সামনে বিশাল চত্বরের একটি অংশ তৈরি হয়েছে ইভেন্টের জন্য। ঐতিহাসিক এই প্রাসাদের সামনে নতুন ইতিহাসের অপেক্ষায় অনুষ ও কলকাতা বাসী।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post