প্যারিসের পোর্টে দে লা চ্যাপেল এরিনা, এই নামটি আপনারা হয়তো অনেকেই শুনেছেন। ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু বা লক্ষ্য সেনরা পদকের লড়াইয়ে এই ব্যডমিন্টন কোর্টেই নামছেন। এবারের অলিম্পিক্সে এই ব্যাডমিন্টন কোর্টই সাক্ষী থাকল এক আজব লড়াইয়ের। যা নিয়ে তুমুল চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কারণ একটি বিরল ঘটনা ঘটেছে এই কোর্টে। এবারের প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টন ইভেন্টের মহিলাদের ডবলস বিভাগে দেখা গেল সেই বিরল দৃশ্য। অলিম্পিক্সে এটা প্রায়ই দেখা যায় যে সাধারণ ভাইবোন বা জমজ ভাইবোন একসাথে কোনও ইভেন্টে খেলতে নামছেন।
কিন্তু এমনটা খুব কমই দেখা যায় যে একই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে দুই জোড়া জমজ বোন কোনও ইভেন্টে খেলতে নেমেছেন। যেমনটা দেখা গেল এবারের অলিম্পিক্সের ব্যাডমিন্টনের গ্রুপ পর্বের একটি ম্যাচে প্যারিসের পোর্টে দে লা চ্যাপেল এরিনায়। মহিলাদের ব্যাডমিন্টনের ডবলস ম্যাচে মুখোমুখী হয়েছিলেন দুই জমজ বোন। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানি এবং কেরি জু মুখোমুখী হয়েছিলেন বুলগোরিয়ান জমজ বোন স্টেফানি এবং গ্যাব্রিয়েলা স্টোয়েভের। এক ম্যাচে এই দুই জোড়া জমজ বোনের লড়াই দেখে তাজ্জব হয়ে গেল গোটা বিশ্ব। প্যারিস অলিম্পিক্সের ব্যাডমিন্টনের মহিলাদের ডবলস বিভাগের গ্রুপ পর্যায়ের এই সাদামাটা ম্যাচটিই হয়ে উঠল একেবারে আলাদা।
যা অলিম্পিক্সের ইতিহাসে স্থান পেয়ে গেল। ওই ম্যাচে যদিও বুলগোরিয়ার জমজ বোন স্ট্রেট সেটে হারিয়ে পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করে নিলেন। বুলগোরিয়ার স্টেফানি এবং গ্যাব্রিয়েলা স্টোয়েভ ২১-১৬ এবং ২১-১২ সেটে হারালেন মার্কিন যুক্তরাষ্ট্রের জমজ বোন অ্যানি এবং কেরি জু-কে। ম্যাচের পর এক সাক্ষাৎকারে অ্যানি বলেন, “এটা খুবই আকর্ষণীয় ছিল, কারণ যখন অলিম্পিক্সে দুই জোড়া জমজ বোন প্রতিদ্বন্দ্বীতা করলেন। দর্শকরাও বিশ্ময়ে হতবাক হয়ে পড়েছিলেন। একই দেখতে দুই অভিন্ন জোড়ার লড়াই নিশ্চই গোটা বিশ্ব উপভোগ করেছে। এটা খুবই মজার ছিল”।
ম্যাচের থেকেও ম্যাচ শেষে একসাথে সাক্ষাৎকারের মুহুর্তটি ছিল সবচেয়ে মজার। যেখানে দুই জোড়া জমজ বোন তাঁদের জীবন অভিজ্ঞতার গল্প শোনাচ্চিলেন। তাঁদের একসাথে বড় হয়ে ওঠা, ঝগড়া, খুঁনসুঁটি, প্র্যাকটিস করা সবকিছুই ছিল আলাদা অনুভতির। প্যারিস অলিম্পিক্সে মহিলা ডবলস ব্যডমিন্টনে অভিজ্ঞ জুটি বুলগোরিয়ার স্টেফানি এবং গ্যাব্রিয়েলা স্টোয়েভের কাছে হেরে গেলেও মন জয় করেছে দুই মার্কিন জমজ বোন অ্যানি এবং ক্যারি জু।
Discussion about this post